ব্রাজিলিয়া মেট্রো

ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ার মেট্রো ব্যবস্থার নাম ব্রাজিলিয়া মেট্রো (Brasília Metro)। কোম্পানিয়া দু মেত্রুপোলিতানু দু দিস্ত্রিতু ফেদেরাল (Companhia do Metropolitano do Distrito Federal), সংক্ষেপে Metrô-DF মেট্রোটি পরিচালনা করে থাকে। মেট্রোটি ২০০১ সালে চালু করা হয়। এই মেট্রো ব্যবস্থায় ১০টি স্টেশন ও ২টি লাইন আছে। এগুলি সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত, সোম থেকে শুক্রবার পর্যন্ত খোলা থাকে। তবে প্রয়োজনের তুলনায় এই ব্যবস্থায় স্টেশনের সংখ্যা অনেক কম, ফলে ব্রাজিলিয়ার জনসাধারণ এখনও পুরনো বাস ব্যবস্থাই বেশি ব্যবহার করেন।

বহিঃসংযোগ

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.