কারাকাস মেট্রো

কারাকাস মেট্রো (স্পেনীয় ভাষায়: Metro de Caracas মেত্রো দে কারাকাস) ভেনেজুয়েলার রাজধানী কারকাস শহরের জন্য একটি দ্রুত জনপরিবহন ব্যবস্থা। সরকারী কোম্পানি কোম্পানিয়া আনোনিমা মেত্রো দে কারাকাস এটি নির্মাণ ও পরিচালনা করে। ১৯৬০-এর দশকে এর পরিকল্পনা করা হয়। ১৯৮৩ সাল থেকে এটি চালু হয়। প্রায় পুরো ব্যবস্থাটি ভূগর্ভস্থ এবং একটি পরিষ্কার নির্মাণকাজ হিসেবে এটি ভেনেজুয়েলার দেশবাসীর গর্ব। প্রতিদিন প্রায় ১৫ লক্ষ যাত্রী কারাকাস মেট্রো ব্যবহার করেন।

কারাকাস মেট্রো
চিত্র:Metrocaracas.svg
তথ্য
অবস্থানকারাকাস
ধরনদ্রুত পরিবহন
লাইনের সংখ্যা
বিরতিস্থলের সংখ্যা৪৪
দৈনিক যাত্রীসংখ্যা১৩,২০,০০০ (২০০৭)
কাজ
কাজ শুরু২রা জানুয়ারি, ১৯৮৩
পরিচালককোম্পানিয়া আনোনিমা মেত্রো দে কারাকাস
প্রযুক্তি
লাইনের দৈর্ঘ্য৫১ কিমি
গতিপথ গেজটেমপ্লেট:Standard gauge (স্ট্যান্ডার্ড গেজ)

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.