ব্যারিমোর পরিবার
ব্যারিমোর পরিবার হল ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন অভিনয়শিল্পী পরিবার। ব্যারিমোর পরিবার ব্রডওয়ে ও ওয়েস্ট এন্ডে মঞ্চস্থ দ্য রয়্যাল ফ্যামিলি নাটকের অনুপ্রেরণা, নাটকটি ১৯২৭ সালে প্রথম মঞ্চস্থ হয়।
সদস্যদের তালিকা

লিওনেল ব্যারিমোর, ১৯২৩ সালে

ইথেল ব্যারিমোর, স্টুডিওর প্রচারণামূলক ছবিতে।

জন ব্যারিমোর, ১৯২২ সালে হ্যামলেট চরিত্রে।

ড্রিউ ব্যারিমোর, ২০১৪ সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
- উইলিয়াম এডওয়ার্ড ব্লিদ (১৮১৮–১৮৭৩), বিয়ে করেন মাটিল্ডা চেম্বারলেইন (১৮২২-১৮৪৯)-কে, তাদের সাত সন্তান ছিল
- হার্বার্ট আর্থার চেম্বারলেইন ব্লিদ (ওরফে মরিস ব্যারিমোর (১৮৪৯–১৯০৫))
- ∞ বিয়ে করেন জর্জিয়ানা এমা ড্রিউ-কে, তাদের তিন সন্তান: লিওনেল, ইথেল, ও জন
- লিওনেল ব্যারিমোর (১৮৭৮–১৯৫৪)
- ∞ বিয়ে করেন ডরিস র্যানকিন-কে (প্রথম সন্তান), তাদের দুই কন্যা। তালাকের ফলে বৈবাহিক সম্পর্কের অবসান।
- ম্যারি ব্যারিমোর (২ বছর বয়সে মারা যান)
- দ্বিতীয় ইথেল ব্যারিমোর (শিশু অবস্থায় মারা যান)।
- ∞ বিয়ে করেন আইরিন ফেনউইক-কে (দ্বিতীয় স্ত্রী, আমৃত্যু)
- ∞ বিয়ে করেন ডরিস র্যানকিন-কে (প্রথম সন্তান), তাদের দুই কন্যা। তালাকের ফলে বৈবাহিক সম্পর্কের অবসান।
- ইথেল ব্যারিমোর (১৮৭৯–১৯৫৯)
- ∞ বিয়ে করেন রাসেল গ্রিসওল্ড কোল্ট-কে, তাদের তিন সন্তান। ইথেলের সন্তানেরাও অভিনয় করতেন।
- স্যামুয়েল পিবডি কোল্ট
- জন ড্রিউ কোল্ট
- ইথেল ব্যারিমোর কোল্ট.
- ∞ বিয়ে করেন জন রোমিও মিগলিয়েত্তা-কে, তাদের সন্তান: জন ড্রিউ মিগলিয়েত্তা (জ. ১০ সেপ্টেম্বর ১৯৪৬)
- ∞ বিয়ে করেন রাসেল গ্রিসওল্ড কোল্ট-কে, তাদের তিন সন্তান। ইথেলের সন্তানেরাও অভিনয় করতেন।
- জন ব্যারিমোর (১৮৮২–১৯৪২)
- ∞ বিয়ে করেন ক্যাথরিন করি হ্যারিস-কে (প্রথম স্ত্রী, তালাকপ্রাপ্ত)
- ∞ বিয়ে করেন ব্লাঞ্চ ওয়েলরিচস-কে (দ্বিতীয় স্ত্রী, তালাকপ্রাপ্ত), তাদের সন্তান:
- ডায়ানা ব্লাঞ্চ ব্যারিমোর
- ∞ বিয়ে করেন ব্র্যামওয়েল ফ্লেচার-কে
- ∞ বিয়ে করেন জন আর. হাওয়ার্ড-কে
- ∞ বিয়ে করেন রবার্ট উইলকক্স-কে
- ডায়ানা ব্লাঞ্চ ব্যারিমোর
- ∞ বিয়ে করেন ডোলোরেস কস্টেলো-কে (তৃতীয় স্ত্রী, তালাকপ্রাপ্ত), তাদের সন্তান:
- ডোলোরেস ইথেল মে ব্যারিমোর (জীবিত)
- ∞ বিয়ে করেন টমাস ফেয়ারব্যাঙ্কস-কে (প্রথম স্বামী, তালাকপ্রাপ্ত), তাদের সন্তান:
- হিলার ক্লারাড্রু ফেয়ারব্যাঙ্কস(জীবিত),
- ∞ বিয়ে করেন টমাস র্যান্ডলফ-কে, তাদের সন্তান:
- ইসাবেল হ্যারিসন ব্যারিমোর র্যান্ডলফ
- অ্যান্থনি জন ব্যারিমোর ফেয়ারব্যাঙ্কস
- ∞ বিয়ে করেন ডায়ান জেনিনোভিচ-কে, তাদের সন্তান:
- সামান্থা মে ব্যারিমোর ফেয়ারব্যাঙ্কস।
- ∞ বিয়ে করেন ডায়ান জেনিনোভিচ-কে, তাদের সন্তান:
- ∞ বিয়ে করেন টমাস র্যান্ডলফ-কে, তাদের সন্তান:
- হিলার ক্লারাড্রু ফেয়ারব্যাঙ্কস(জীবিত),
- ∞ বিয়ে করেন লিও বেডেল-কে (দ্বিতীয় স্বামী), তাদের সন্তান:
- ডোর লুইস বেডেল
- স্টেফানি মে বেডেল
- ∞ বিয়ে করেন টমাস ফেয়ারব্যাঙ্কস-কে (প্রথম স্বামী, তালাকপ্রাপ্ত), তাদের সন্তান:
- জন ড্রিউ ব্যারিমোর (জুনিয়র) (১৯৩২–২০০৪)
- ∞ বিয়ে করেন কারা উইলিয়ামস-কে (প্রথম স্ত্রী, তালাকপ্রাপ্ত)
- জন ব্লিদ ব্যারিমোর
- ∞ বিয়ে করেন রেবেকা পোগ্রো-কে
- ব্লিদ লেন ব্যারিমোর
- সাবরিনা ব্রুক ব্যারিমোর
- ∞ বিয়ে করেন জ্যাকুলিন মেন্স-কে
- চতুর্থ জন ব্লিদ ব্যারিমোর
- ∞ বিয়ে করেন রেবেকা পোগ্রো-কে
- জন ব্লিদ ব্যারিমোর
- ∞ বিয়ে করেন গাব্রিয়েলা পালাজ্জোল্লি (দ্বিতীয় স্ত্রী, তালাকপ্রাপ্ত)
- ব্লিদ ডোলোরেস ব্যারিমোর. ∞ বিয়ে করেন আন্তোনিও জোফ্রেদি-কে
- গাব্রিয়েলা জোফ্রেদি
- নিকোল জোফ্রেদি
- ব্লিদ ডোলোরেস ব্যারিমোর. ∞ বিয়ে করেন আন্তোনিও জোফ্রেদি-কে
- ∞ বিয়ে করেন নিনা ওয়েন-কে (তৃতীয় স্ত্রী, তালাকপ্রাপ্ত)
- জেসিকা ব্যারিমোর (মৃ. ২০১৪, অতিরিক্ত ঔষধ গ্রহণ)[1]
- ∞ বিয়ে করেন ইলডিকো জায়েদ-কে (চতুর্থ স্ত্রী, তালাকপ্রাপ্ত)
- ড্রিউ ব্যারিমোর (জ. ১৯৭৫)
- ∞ বিয়ে করেন জেরেমি টমাস-কে (প্রথম স্বামী, তালাকপ্রাপ্ত)
- ∞ বিয়ে করেন টম গ্রিন-কে (দ্বিতীয় স্বামী, তালাকপ্রাপ্ত)
- ∞ বিয়ে করেন উইল কোপেলম্যান-কে (তৃতীয় স্বামী, তালাকপ্রাপ্ত)
- অলিভ ব্যারিমোর কোপেলম্যান
- ফ্র্যাঙ্কি ব্যারিমোর কোপেলম্যান
- ড্রিউ ব্যারিমোর (জ. ১৯৭৫)
- ∞ বিয়ে করেন কারা উইলিয়ামস-কে (প্রথম স্ত্রী, তালাকপ্রাপ্ত)
- ডোলোরেস ইথেল মে ব্যারিমোর (জীবিত)
- ∞ বিয়ে করেন এলাইন ব্যারি-কে (জন ব্যারিমোর সিনিয়রের চতুর্থ স্ত্রী ব্যারিমোর, তালাকপ্রাপ্ত)
- লিওনেল ব্যারিমোর (১৮৭৮–১৯৫৪)
তথ্যসূত্র
- গ্যাব্রিয়েলা ওলিয়া (২৭ আগস্ট ২০১৪)। "Jessica Barrymore Accidental Overdose: Drew Barrymore's Half Sister Jessica Barrymore's Death Ruled Accidental"। পিপল। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.