ব্যাকটেরিয়া

ব্যাক্টেরিয়া (ইংরেজি: Bacteria; /bækˈtɪəriə/ (শুনুন); একবচন: bacterium) হলো এক প্রকারের এককোষী অণুজীব। এরা এবং (আরকিয়ারা) হলো প্রোক্যারিয়ট (প্রাক-কেন্দ্রিক)।ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত,অসবুজ,এককোষী অণুবীক্ষণিক জীববিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান।

ব্যাক্টেরিয়া
সময়গত পরিসীমা: Archean or earlier – Recent
Scanning electron micrograph of Escherichia coli bacilli
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
ক্ষেত্র: ব্যাক্টেরিয়া
Phyla[1]
  • Gram positive / no outer membrane

Actinobacteria (high-G+C)
Firmicutes (low-G+C)
Tenericutes (no wall)

  • Gram negative / outer membrane present

Aquificae
Deinococcus-Thermus
FibrobacteresChlorobi/Bacteroidetes (FCB group)
Fusobacteria
Gemmatimonadetes
Nitrospirae
PlanctomycetesVerrucomicrobia/Chlamydiae (PVC group)
Proteobacteria
Spirochaetes
Synergistetes

  • অজানা / অগোষ্ঠীভুক্ত

Acidobacteria
Chloroflexi
Chrysiogenetes
Cyanobacteria
Deferribacteres
Dictyoglomi
Thermodesulfobacteria
Thermotogae

মানুষের দেহে কয়েক ট্রিলিয়ন কোষ আছে, তবে ব্যাক্টেরিয়ার সংখ্যা এর থেকে ১০-১০০ গুণ বেশি। গ্রাম স্টেইন দ্বারা দুরকম ব্যাক্টেরিয়াকে সাধারণত আলাদা করা যায়।
এক গ্রাম মাটিতে ৪০ মিলিয়ন এবং এক মিলিলিটার জলেতে ১ মিলিয়ন ব্যাক্টেরিয়াল কোষ থাকতে পারে। পৃথিবীতে প্রায় ৫×১০৩০টি ব্যাক্টেরিয়া আছে।[2]

গ্রাম পজিটিভ ব্যাক্টেরিয়া

এরা আদিমতর। এদের ঝিল্লির আবরণ একটি। পুরু পেপটিডোগ্লাইক্যান আস্তরণ তার বাইরে থাকে, যার সঙ্গে টিকোয়িক অ্যাসিড যুক্ত।

ব্যবহার

  • অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরীতে
  • প্রতিষেধক টিকা তৈরীতে
  • নাইট্রোজেন সংবন্ধনে
  • পতঙ্গনাশকরণে
  • পাট শিল্পে→Clostridium
  • চামড়া শিল্পে→Bacillus
  • রাসায়নিক পদার্থ তৈরীতে
  • ভিটামিন তৈরীতে
  • চা,কফি প্রক্রিয়াজাতকরণ।

গ্রাম নেগেটিভ ব্যাক্টেরিয়া

ঝিল্লির আবরণ দুটি। পাতলা পেপ্টাইডোগ্লাইকেন আস্তরণ দুটি ঝিল্লির মাঝখানে।

গঠন

ব্যাক্টেরিয়ার অসংখ্য কোষীয় গঠন ও বিন্যাস রয়েছে

ব্যাক্টেরিয়ার কোষ সুকেন্দ্রিক কোষের এক-দশমাংশ এবং দৈর্ঘ্যে সাধারণত ০.৫-৫.০ মাইক্রোমিটার। তবে কিছু ব্যাক্টেরিয়া (যেমন- Thiomargarita namibiensis এবং Epulopiscium fishelsoni) অর্ধেক মিলিমিটারের বেশি দৈর্ঘ্য এবং স্বাভাবিক চোখে দৃশ্যমান।[3] Epulopiscium fishelsoni দৈর্ঘ্যে ০.৭ মিলিমিটার পর্যন্ত হতে পারে।[4] সবচেয়ে ক্ষুদ্রতম ব্যাক্টেরিয়াগুলো Mycoplasma গণের সদস্য, এরা দৈর্ঘ্যে মাত্র ০.৩ মাইক্রোমিটার হয় যা বৃহত্তম ভাইরাস গুলোর আকারের সমান।[5] কিছু ব্যাক্টেরিয়া আরও ক্ষুদ্র হয়। এই অতিকায় ক্ষুদ্র ব্যাক্টেরিয়া সম্পর্কে খুব বেশি জানা যায়নি।[6]
গোলাকার ব্যাক্টেরিয়াগুলোকে বলা হয় cocci (একবচনে coccus। গ্রীক- kókkos ,দানা, বীজ। দণ্ডাকৃতি ব্যাক্টেরিয়াগুলোকে বলা হয় bacilli (একবচনে bacillus, লাতিন- baculus, লাঠি)। কমা (,) আকৃতির ব্যাক্টেরিয়াগুলোকে বলা হয় vibrio

শ্রেণিবিভাগ

(ক) আকৃতি অনুসারে ব্যাকটেরিয়া চার প্রকার ৷ যথা:

১। কক্কাস (এসমস্ত ব্যাকটেরিয়া গোলাকার আকৃতির। এরা এককভাবে বা দলবেঁধে থাকতে পারে। এরা নিউমোনিয়া রোগ সৃষ্টি কারী ব্যাকটেরিয়া।)

২৷ ব্যাসিলাস (দন্ডাকার ব্যাকটেরিয়া)

৩৷ স্পাইরিলাম(সর্পিল আকৃতির ব্যাকটেরিয়া)

৪৷ কমা(এরা দেখতে কমার মত, উদাহরণ কলেরার জন্য দায়ী ব্যাকটেরিয়া)

(খ) রঞ্জনের ভিত্তিতে ২ প্রকার ৷

১৷ গ্রাম পজিটিভ (যে সমস্ত ব্যাকটেরিয়া ক্রিস্টাল ভায়োলেট রং ধরে রাখে সে সমস্ত ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া )

২। গ্রাম নেগেটিভ (এরা ক্রিস্টাল ভায়োলেট রং ধরে রাখতে পারেনা)

সৃষ্ট রোগ

সৃষ্টরোগ

  • গরু-মহিষের যক্ষা
  • ভেড়ার অ্যানথ্রাক্স
  • হাঁস-মুরগির কলেরা ও গলাফোলা রোগ
  • গমের টুন্ডুরোগ
  • আখের আঠাঝরা রোগ
  • লেবুর ক্যাংকার
  • আলুর স্ক্যাব

তথ্যসূত্র

  1. "Bacteria (eubacteria)"Taxonomy Browser। সংগ্রহের তারিখ ২০০৮-০৯-১০
  2. Whitman WB, Coleman DC, Wiebe WJ (১৯৯৮)। "Prokaryotes: the unseen majority"Proceedings of the National Academy of Sciences of the United States of America95 (12): 6578–83। doi:10.1073/pnas.95.12.6578। PMID 9618454পিএমসি 33863বিবকোড:1998PNAS...95.6578W
  3. Schulz HN, Jorgensen BB (২০০১)। "Big bacteria"। Annu Rev Microbiol55: 105–37। doi:10.1146/annurev.micro.55.1.105। PMID 11544351
  4. Williams, Caroline (২০১১)। "Who are you calling simple?"। New Scientist211 (2821): 38–41। doi:10.1016/S0262-4079(11)61709-0
  5. Robertson J, Gomersall M, Gill P (১৯৭৫)। "Mycoplasma hominis: growth, reproduction, and isolation of small viable cells"J Bacteriol.124 (2): 1007–18। PMID 1102522পিএমসি 235991
  6. Velimirov, B. (২০০১)। "Nanobacteria, Ultramicrobacteria and Starvation Forms: A Search for the Smallest Metabolizing Bacterium"। Microbes and Environments16 (2): 67–77। doi:10.1264/jsme2.2001.67

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.