বোহাই উপসাগর
বোহাই উপসাগর (ইংরেজি: Bohai Bay; সরলীকৃত চীনা: 渤海湾; ঐতিহ্যবাহী চীনা: 渤海灣; pinyin: Bóhǎi Wān), বোহাই সাগর দ্বারা গঠিত তিন উপসাগরের একটি। এটি উত্তর-পূর্ব চীনে পীত সাগরের গভীরতম উপসাগর। এটি হপেই প্রদেশ এবং থিয়েনচিন পৌরসভার সীমারেখা।

তিন উপসাগর হলঃ লাইযহোউ উপসাগর, উত্তরে লিয়াওদোং উপসাগর এবং পশ্চিমদিকে বোহাই উপসাগর।
বোহাই উপসাগরে সাগরমুখে কয়েকটি তেল ক্ষেত্র রয়েছে। জিদোং নানপু ৭.৫ বিলিয়ন বাররেল ধারণ করে, যখন উপসাগরার ১৪৬ বিলিয়ন বাররেল ধারণ করে।
আরও দেখুন
- চীনের উপসাগর
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.