বৈরাটি ইউনিয়ন
বৈরাটি ইউনিয়ন হল ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার একটি ইউনিয়ন। ইউনিয়নটি পূর্বে কাটখাল ইউনয়নের অংশ ছিল। উপজেলা সদরের সাথে এ ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম হল নৌকা।
বৈরাটি | |
---|---|
ইউনিয়ন | |
ডাকনাম: বৈরাটি ইউপি | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
উপজেলা | মিঠামইন উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | সাহাব উদ্দিন আহমেদ |
আয়তন | |
• মোট | ১৮.৫ কিমি২ (৭.১ বর্গমাইল) |
উচ্চতা[1] | ৪৫ মিটার (১৪৮ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১১,৯৫৫ |
• জনঘনত্ব | ৬৫০/কিমি২ (১৭০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
ইতিহাস
বৈরাটি ইউনিয়ন ২০০৩ সালে কাটখাল ইউনিয়ন ভেঙে গঠন করা হয়।
অবস্থান ও আয়তন
প্রশাসনিক এলাকা
বৈরাটি ইউনিয়ন ১৩টি গ্রাম বা ৪টি মৌজা নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত।
বিরামচর বাহের চর নোয়াবাদ চরহাটি মাইজচর ভাটিয়া যাদবপুর বৈরাটি মাসুম নগর চরগাও দাউদপুর ইমামনগর ভুরভুরি
জনসংখ্যা
শিক্ষা
অর্থনীতি
তথ্যসূত্র
- "Geographic coordinates of Kishoreganj, Bangladesh" (ইংরেজি ভাষায়)। DATEANDTIME.INFO। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৭।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.