বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ

বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ বাংলাদেশের একটি বেসরকারি কলেজ । এই কলেজটি 'মহিলা কলেজ' নামে পরিচিত। [3] এখানে ১৯৯৯-২০০০ ইং সেশনে প্রথম উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রী ভর্তি করা হয়। ২০০২ সালে একাডেমীক স্বীকৃতি লাভ করে। একই বছরে পহেলা মে থেকে এমপিও ভূক্ত হয়। পরবর্তীতে একাডেমীক ভবন নির্মাণ হওয়ার পর ২০০৯ সালে ডিগ্রী কোর্স চালু করা হয়।[4]

বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ
ধরনবেসরকারি কলেজ
স্থাপিত২০০০
অধ্যক্ষএ.কে.এম. শামছুল আলম
ঠিকানা
সিরাজগঞ্জ-এনায়েতপুর রোড[1]
, ,
শিক্ষাঙ্গনউপশহর
সংক্ষিপ্ত নামমহিলা কলেজ
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী

ইতিহাস

বাংলাদেশ সরকারের মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ১৯৯৮ সালে মহিলা কলেজটি স্থাপনের উদ্যোগ নেয় এবং জমি সংগ্রহ ভবন নির্মাণ সহ যাবতীয় আসবাবপত্র সহ কলেজটি শিক্ষা প্রতিষ্ঠানের উপয়োগি করে তোলে। [5] কলেজটি ১৯৯৯-২০০০ ইং সেশনে প্রথম উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রী ভর্তি করা হয়। ২০০২ সালে একাডেমীক স্বীকৃতি লাভ করে। একই বছরে পহেলা মে থেকে এমপিও ভূক্ত হয়। পরবর্তীতে একাডেমীক ভবন নির্মাণ হওয়ার পর ২০০৯ সালে ডিগ্রী কোর্স চালু করা হয়।

বিভাগ সুমহ

উচ্চ মাধ্যমিক পর্যায়ে

ডিগ্রি পর্যায়ে

  • বি.এ. (পাস),
  • বি.এস.এস.(পাস),
  • বি.বি.এস.(পাস),
  • বি.এস.সি(পাস),

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "সিরাজগঞ্জের সায়দাবাদ- চৌহালী- বেলকুচি-এনায়েতপুর সড়কে খানা খন্দক"দৈনিক সংগ্রাম। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৮
  2. "বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ"দৈনিক জনকণ্ঠ
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৯
  4. "বেলকুচিতে নজরুল একাডেমির নির্বাচন সম্পন্ন"দৈনিক ইত্তেফাক
  5. "আওয়ামী লীগে লতিফ বিশ্বাস বিএনপিতে আলীম"দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.