বেঙ্গল ফ্লোরিক্যান

বেঙ্গল ফ্লোরিক্যান (বৈজ্ঞানিক নাম Eupodotis bengalens), বেংগল বাস্টার্ড নামেও পরিচিতি লাল তালিকাভুক্ত এই পাখি পৃথিবীর কিছু দেশে দেখা যায় । কম্বোডিয়া , ভিয়েতনাম , ভারত , নেপাল হল এদের বাসভূমি। ২০১৩ সাল অনুসারে বর্তমানে এদের সংখ্যা কমে দেড় হাজার এর কাছাকছি হয়ে গেছে।[1] ভারতের তরাই অঞ্চল এর বনভূমিতে , উত্তর প্রদেশ ,পশ্চিমবঙ্গ এর জলদাপাড়া ও অরুনাচলপ্রদেশে এদের দেখা মেলে ।

বেঙ্গল ফ্লোরিক্যান
পুরুষ (দাঁড়ানো) এবং মহিলা

মহাবিপন্ন  (আইইউসিএন ৩.১)[1]
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: অ্যানিমালিয়া
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পাখি
বর্গ: Otidiformes
পরিবার: Otididae
গণ: Houbaropsis
শার্প, ১৮৯৩
প্রজাতি: H. bengalensis
দ্বিপদী নাম
Houbaropsis bengalensis
(মালিন, ১৭৮৯)
প্রতিশব্দ

Eupodotis bengalensis (মালিন, ১৭৮৯)

তথ্যসূত্র

  1. "Houbaropsis bengalensis"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2015.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। ২০১৩।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.