বুলবুলি

বুলবুলি বা বুলবুল (বৈজ্ঞানিক নাম: Pycnonotus cafer) পাইকননোটিডে পরিবারভূক্ত মাঝারি আকারের পাসারাইন গানের পাখি। এই প্রজাতির পাখির আবাস্থল আফ্রিকার অধিকাংশ অঞ্চল, মধ্য প্রাচ্যে, ক্রান্তীয় এশিয়া হতে ইন্দোনেশিয়া পর্যন্ত এবং উত্তরে জাপান পর্যন্ত বিস্তৃত।

বুলবুলি
সিপাহি বুলবুল (Pycnonotus jocosus)
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী জগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: প্যাসারিফর্মিস
পরিবার: Passerida
দ্বিপদী নাম
Pycnonotus cafer
জর্জ রবার্ট গ্রে, ১৮৪০

গঠন

এর পালক লম্বা, কোমল ও ফোলানো। ঠোঁট খাটো থেকে মাঝারি এবং সামান্য বাঁকা। পা খর্বকায় ও দুর্বল। ডানা খর্বকায় ও গোলাকার। এর ঘাড়ে লোমসদৃশ পালক থাকে এবং পায়ুর চারপাশের কূর্চ বিকশিত। লেজ অপেক্ষাকৃত লম্বা।[1]

ব্যুৎপত্তি

বুলবুল শব্দটি ফারসি বা আরবী (بلبل) থেকে উদ্ভূত, অর্থ নাইটিঙ্গেল, কিন্তু ইংরেজিতে বুলবুল বোঝায় পাসেরিন একটি ভিন্ন পরিবারের পাখি।

আচরণ এবং বাস্তুসংস্থান

বুলবুলি বাগান, ক্ষেতজমি ও বনেবাদাড়ে বাস করে। এদের প্রধান খাদ্য হচ্ছে ফল, ফুলের নির্যাস ও পোকামাকড়। পুরুষ ও স্ত্রী পাখি দৃশ্যত অভিন্ন। গাছের দোডালা, ঝোপ বা নিচু গাছে মাটির কাছে বাসা বানায়। অধিকাংশেরই বাসন্তী ডাক মধুর। ২-৫ ডিম পাড়ে। উপ্তিকাল ১০-১৫ দিন। সাধারণত স্ত্রী পাখি ডিমে তা দেয়। মা ও বাবা দুজনেই ছানার খাদ্য যোগায়।

প্রজাতি

বর্তমানে ২৭টি প্রজাতি স্বীকৃত :-

1. Genus Nok – Bare-Faced Bulbul

2. Genus Spizixos – Finchbills (2 Species)

3. Genus Pycnonotus – (49 Species)

4. Genus Arizelocichla – (12 Species)

5. Genus Stelgidillas – Slender-Billed Greenbul

6. Genus Eurillas – (5 Species)

7. Genus Andropadus – Sombre Greenbul

8. Genus Calyptocichla – Golden Greenbul

9. Genus Baeopogon – (2 Species)

10. Genus Ixonotus – Spotted Greenbul

11. Genus Chlorocichla – (5 Species)

12. Genus Atimastillas – Yellow-Throated Leaflove

13. Genus Thescelocichla – Swamp Palm Bulbul

14. Genus Phyllastrephus – (21 Species)

15. Genus Bleda – Bristlebills (4 Species)

16. Genus Criniger – (5 Species)

17. Genus Alophoixus – (7 Species)

18. Genus Acritillas – Yellow-Browed Bulbul

19. Genus Setornis – Hook-Billed Bulbul

20. Genus Tricholestes – Hairy-Backed Bulbul

21. Genus Iole – (6 Species)

22. Genus Ixos – (4 Species)

23. Genus Thapsinillas – (3 Species)

24. Genus Hemixos – (3 Species)

25. Genus Hypsipetes – (15 Extant and 1 Extinct Apecies)

26. Genus Cerasophila – White-Headed Bulbul

27. Genus Neolestes – Black-Collared Bulbul

তথ্যসূত্র

  1. "বুলবুলি"bn.banglapedia.org

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.