বীর (চলচ্চিত্র)

বীর: অ্যান এপিক লাভ স্টোরি অব অ্যা ওয়ারিয়র ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় ঐতিহাসিক অ্যাকশনধর্মী চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছেন অনিল শর্মা। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান, মিঠুন চক্রবর্তী, সোহেল খান, জ্যাকি শ্রফ এবং জেরিন খান[3] এটির কাহিনী নির্মাণ করেছেন সালমান খান এবং চলচ্চিত্রটি মূলত গড়ে উঠেছে ১৮২৫ সালের রাজস্থানের পিন্ডারী আন্দোলনের সময়কার দৃশ্যেসমূহ নিয়ে; যেখানে ভারত ব্রিটিশ শাসনাধীন অবস্থায় ছিল।

বীর
প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টারের দৃশ্য
পরিচালকঅনিল শর্মা
প্রযোজকবিজয় গালানি
চিত্রনাট্যকারশৈলেশ ভার্মা, শক্তিমান
কাহিনীকারসালমান খান
শ্রেষ্ঠাংশেসালমান খান
জেরিন খান
মিঠুন চক্রবর্তী
সোহেল খান
জ্যাকি শ্রফ
সুরকারসাজিদ-ওয়াজিদ
চিত্রগ্রাহকগোপাল শাহ
সম্পাদকআশফাক মাকরানি
প্রযোজনা
কোম্পানি
বিজয় গালানি মুভিজ
পরিবেশকইরোস এন্টারটেইন্টমেন্ট
মুক্তি
  • ২২ জানুয়ারি ২০১০ (2010-01-22)
দৈর্ঘ্য১৬৪ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয় ৪৬০ মিলিয়ন[1]
আয় ৫৮০ মিলিয়ন[2]

বীর ২০১০ সালের ২২ জানুয়ারি তারিখে বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হয়।[4]

শ্রেষ্ঠাংশে

  • সালমান খান - বীর প্রতাপ সিং
  • জেরিন খান - রাজকুমারী যশধারা
  • মিঠুন চক্রবর্তী - পৃথ্বী সিং, বীরের বাবা
  • সোহেল খান - পূণ্য প্রতাপ সিং, বীরের ভাই
  • জ্যাকি শ্রফ - জ্ঞানেন্দ্র সিং, মাধবগড়ের রাজা এবং যশধারার পিতা
  • পুরু রাজ কুমার গজেন্দ্র সিং, মাধবগড়ের রাজকুমার, যশধারার ভাই এবং জ্ঞানেন্দ্র এর পুত্র.
  • লিসা লাসার - লেডি এনজেলা ফ্রেজার, গভর্নর জেমস ফ্রেজার স্ত্রী
  • টিম লরেন্স - জেমস ফ্রেজার, রাজস্থান এর রাষ্ট্রপাল
  • বিয়াঙ্কা ভ্যান ব্যারেনবার্গ
  • খুররম তেজরার
  • গীতা সোতো
  • নীনা গুপ্ত - বীরের মাতা
  • আর্য বাইদ
  • ভারত দাভোলকর
  • বানি আনন্দ[5]
  • শাহবাজ খান - নাওনিহাল
  • মিলিতজা রেডমিলোভিক
  • সালী
  • সারিসা গ্লিডেন - শিক্ষয়িত্রী
  • রায় ব্রন্সগিস্ট রিনো[6]
  • টেইলর রাইট
  • লূক গ্রোভস
  • ফিওনা গ্রেস (জয়া গুপ্ত) - নিনা ফ্রান্সেস
  • নিনা ফ্রান্সেস - ইংরেজি সৈনিক
  • ক্লে মোর - ইংরেজি সার্জেন্ট

পুরস্কার এবং মনোনয়ন

২০১১ জি সিনে অ্যাওয়ার্ডস

সাউন্ডট্র্যাক

বীর
সাজিদ- ওয়াজিদ কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ১৭ ডিসেম্বর ২০০৯ (2009-12-17)
ঘরানাফিল্ম সাউন্ডট্র্যাক
সঙ্গীত প্রকাশনীইরোজ মিউজিক

চলচ্চিত্রটির গান ২০০৯ সালের ১৭ ডিসেম্বর মুক্তি দেওয়া হয়। এটির গানগুলি কম্পোজ করেছেন সাজিদ-ওয়াজিদ এবং গীতরচনা ও সুর করেছেন গুলজার

বলিউড হাঙ্গামা এর সঙ্গীত সমালোচক জগিন্দর তুতেজা সামগ্রিকভাবে ৫ এর মধ্যে ৩.৫ রেটিং প্রদান করেন।[8] সুরিলী আখি ওয়ালি, সালাম আয়া এবং তালি গানগুলি বিশেষভাবে প্রশংসা অর্জন করে নেয়।[8]

নং.শিরোনামশিল্পীদৈর্ঘ্য
১."মেহেরবানিয়া"সনু নিগম০:৫৮
২."তালি"সনু নিগম, সুখিন্দর সিং, ওয়াজিদ, নিউম্যান পিন্টু৬:১০
৩."সুরিলী আখি ওয়ালে"রাহাত ফাতেহ আলী খান, সুজান্ন ডি'মেলো৫:৩১
৪."কন্যা (থুমারি)"রেখা ভরদ্বাজ, শরিব সাবরি, তশি সাবরি, শাবাব সাবরি৪:৩৬
৫."তালি"সুখিন্দর সিং৬:০১
৬."সুরিলী আখি ওয়ালে"রাহাত ফাতেহ আলী খান, সুনিধি চৌহান, সুজান্ন ডি'মেলো৫:২৩
৭."সালাম আয়া"রুপ কুমার রাঠোর, শ্রেয়া ঘোষাল, সুজান্ন ডি'মেলো৪:৪৫
৮."স্প্রিট অব বীর" (ইন্সট্রুমেন্টাল)  

তথ্যসূত্র

  1. "Budget of 'Veer' isn't Rs. 40 crores: Anil Sharma"Indian Express। ২৮ জানুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০০৯
  2. Superstars’ Box Office Flops: When Aamir, SRK, Salman, Akshay Delivered Duds
  3. "Veer: Complete cast and crew details"। Bollywood Hungama। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১০
  4. Firdaus Ashraf, Syed (৮ জানুয়ারি ২০০৯)। "'I don't want to make depressing films for my fans'"। Rediff.com। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১০
  5. Subhadeep Bhattacharjee (২৩ নভেম্বর ২০০৯)। "Salman saved Bunny Anand's life"। One India.com। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১০
  6. Manohar Charla. "'I Fight Veer to Win the Princess!' – Roy Bronsgeest" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ জানুয়ারি ২০১০ তারিখে, BollySpice.com, 21 January 2010
  7. "Nominations for Zee Cine Awards 2011"। Bollywood Hungama। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১১
  8. Joginder Tutega (২১ ডিসেম্বর ২০০৯)। "Veer: Music Review"। Bollywood Hungama। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১০

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.