বিশ্বনাথ
বিশ্বনাথ অসমের শোণিতপুর জেলায় অবস্থির একটি নগর। এটি তেজপুর থেকে ৭৫কি:মি ও অসমের রাজধানী গুয়াহাটি থেকে ২৫৫কি:মি: দূরত্বে অবস্থিত। এখানে অবস্থিত বিশ্বনাথ মন্দির বা গুপ্তকাশী বিশ্বনাথ ঘাট পর্য্টকের জন্য আকর্ষণীয় স্থান। বিশ্বনাথ অন্তর্গত মোনাবাড়ি চা-বাগান এশিয়ার সর্ববৃহৎ চা-বাগান।
বিশ্বনাথ বিশ্বনাথ | |
---|---|
ডাকনাম: বিশ্বনাথ | |
স্থানাঙ্ক: ২৬.৭৫° উত্তর ৯৪.২২° পূর্ব | |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ১৬,৮৩০ |
ভৌগোলিক অবস্থান ও জনসংখ্যা
বিশ্বনাথের স্থানাঙ্ক হচ্ছে ২৬.৬৭° উত্তর ৯৩.১৭° পূর্ব[1] । সাগরপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৭২মিটার (২৩৬ফুট)। বিশ্বনাথের পূর্বদিকে বরগাং নদী পশ্চিমে ঘিলাধারী নদী উত্তরে অরুণাচল প্রদেশ ও দক্ষিণে ব্রহ্মপুত্র নদী অবস্থিত। ২০০১ সনের জনগননা অনুযায়ী বিশ্বনাথের জনসংখ্যা হচ্ছে ১৬,৮২৫ জন। যার ৫৩% পুরুষ ও ৪৭% মহিলা[2]। এখানকার সাক্ষরতার হার ৮০% । পুরুষ ও মহিলার সাক্ষরতার হার ক্রমে ৮৫% ও ৭৫%। বিশ্বনাথে ৯% ছয় বৎসরের অনুর্ধর।
ইতিহাস
উত্তর-পূর্ব ভারতের প্রাচীন তীর্থক্ষেত্র বিখ্যাত শিবমন্দির বিশ্বনাথ থেকেই এই অঞ্চলের নাম বিশ্বনাথ হয়েছে[3]। বিশ্বনাথের প্রাচীনতম নাম ছিল সলা। পরবর্তী সময়ে এই স্থান নদুয়ার নামে পরিচিত ছিল। পুরাণে উল্লেখিত বিশ্বনাথ নাম বিশ্বনাথ তীর্থক্ষেত্রকে বুঝানো অর্থে ব্যবহৃত হত। বিশ্বনাথ শব্দের অর্থ বিশ্বের মালিক।
সাহিত্য ও সংস্কৃতি

বিশ্বনাথে অবস্থিত বীণাপাণি নাট্য মন্দির বহুকাল যাবৎ সাংস্কৃতিক ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখে আসছে। মুর্চ্ছনা বিশ্বনাথের উল্লেখযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান । ১৯৯৭ সনের ২০জুন তারিখে অনুষ্ঠানটির জন্ম হয়। এই অনুষ্ঠানটির মুখ্য উদ্দেশ্য হচ্ছে শিশুদের মানসিক বিকাশ ও যুবক যুবতীদের সাহিত্য ও সাংস্কৃতিক জ্ঞান প্রদান করে সার্বাঙ্গীণ উন্নতি সাধন করা। নগরটির কয়েকজন বিখ্যাত ব্যক্তিদের নাম- শশি ফুকন (অসমীয়া আলোচনা পত্রিকা বিস্ময়ের সম্পাদক), মাইনী মহন্ত( অসমীয়া আলোচনা পত্রিকা নন্দিনীর সম্পাদক), প্রমোদ বড়ুয়া, ব্রজেন কলিতা, রিমঝিম বরা, দ্বিজেন মহন্ত( চলচ্চিত্রের সহিত জড়িত), ক্ষীরধর বড়ুয়া, সুমন্ত বড়ুয়া।
তথ্যসূত্র
- Biswanath, India page
- "Alphabetical list of towns and their population" (PDF)। অসম। ভারত চরকার। সংগ্রহের তারিখ ২০১১-১১-২৮।
- বিশ্বনাথর ইতিহাস,তরুণ দাস।