বিশ্বজিৎ চ্যাটার্জী

বিশ্বজিৎ (সম্পুর্ন নামঃ বিশ্বজিৎ দেব চ্যাটার্জী ইংরেজি: Biswajit Deb Chatterjee, Hindi: बिस्वजित चॅटर्जी) একজন বাংলা/ হিন্দি চলচ্চিত্র অভিনেতা। তার জন্ম কলকাতা, পশ্চিম বঙ্গ এবং পরে তিনি বোম্বে গিয়ে হিন্দি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।

বিশ্বজিৎ চ্যাটার্জী
জন্ম
বিশ্বজিৎ দেব চ্যাটার্জী

(1936-12-14) ১৪ ডিসেম্বর ১৯৩৬
পেশাঅভিনেতা

শুরু

কলকাতাতে কয়েকটি ছবিতে যেমন, মায়ামৃগ (১৯৬০), দুই ভাই (১৯৬১) এরপর তিনি মুম্বাই চলে যান। ১৯৬২ সালে তিনি হিন্দি চলচ্চিত্র বিশ সাল বাদ-এ অভিনয় করেন।

পরবর্তী জীবন

১৯৭৫ সালে, বিশ্বজিৎ কেহেতে হে মুজকো রাজা ছবিটি প্রযোজনা ও পরিচালনা করেন। এই ছবিতে অভিনয় করে ধর্মেন্দ্র, হেমা মালিনী, শত্রুঘ্ন সিনহা এবং রেখা। এরপর তিনি আবার অভিনয় জীবনে ফিরে যান।

রাজনৈতিক জীবন

২০১৪ সালের সাধারণ নির্বাচনে বিশ্বজিৎ লোকসভার দিল্লী আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। তিনি ৯০৯ টি ভোট পেয়ে ৭ম স্থান অর্জন করেন।[1]

চলচ্চিত্রের তালিকা

  • কংস- as Lord Krishna
  • ডাক হরকরা (1959)
  • নতুন ফসল (1960)
  • বঁধু [ as the younger brother of Basanta Chaudhuri ]
  • মায়ামৃগ (1960)
  • কঠিন মায়া (1961)
  • দুই ভাই (1961)
  • নব দিগন্ত (1962)
  • শেষ পর্যন্ত
  • ধুপ ছায়া (1962)
  • Dada Thakur (1962)
  • বিশ সাল বাদ (১৯৬২)
  • Bin Badal Barsaat (1963)
  • Shehnai (1964)
  • Prabhater Rang (1964)
  • Majboor (1964)
  • Kohra (1964)
  • Kaise Kahoon (1964)
  • Godhuli Belaye (1964)
  • April Fool (1964)
  • Mere Sanam (1965)
  • Do Dil (1965)
  • Yeh Raat Phir Na Aayegi (1966)
  • Sagaai (1966)
  • Biwi Aur Makaan (1966)
  • Aasra (1966) .... Amar Kumar
  • Night in London (1967) .... Jivan
  • Nai Roshni (1967) .... Prakash
  • Jaal (1967)
  • Hare Kanch Ki Chooriyan (1967)
  • Ghar Ka Chirag (1967)
  • Vaasna (1968)
  • Kismat (1968)
  • Do Kaliyaan (1968)
  • Chowringhee (1968)
  • Monihaar
  • Tamanna (1969)
  • Raahgir (1969)
  • Pyar Ka Sapna (1969)
  • Pardesi (1970)
  • Ishq Par Zor Nahin (1970)
  • Garh Nasimpur
  • Main Sunder Hoon (1971)
  • Shararat (1972)
  • Chaitali (1972)
  • কুহেলি (1971)
  • Sriman Prithviraj (1973)
  • Mehmaan (1973)
  • আমি সিরাজের বেগম (1973)
  • Prantarekha (1974)
  • Do Aankhen (1974)
  • Phir Kab Milogi (1974)
  • Kahte Hain Mujhko Raja (1975)
  • Jai Bajrang Bali (1976)
  • Naami Chor (1977)
  • Baba Taraknath (1977)
  • Do Shikaari (1979)
  • Hum kadam (1980)
  • Amar Geeti (1983)
  • Anand Aur Anand (1984)
  • Saaheb (1985)
  • Krishna-Krishna (1986)
  • Allah Rakha (1986)
  • Belagaam (1988)
  • Zimmedaar (1990)
  • Jigarwala (1991)
  • Mehboob Mere Mehboob (1992)
  • Inth Ka Jawab Patthar (2002)

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.