বিলাশবাড়ী ইউনিয়ন

বিলাশবাড়ী
ইউনিয়ন
বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদ
দেশ বাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলানওগাঁ জেলা
উপজেলাবদলগাছী উপজেলা
সরকার
  চেয়ারম্যানমোঃ সাইদুর রহমান (কেটু)
আয়তন
  মোট৩৭.৯৫ কিমি (১৪.৬৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২৬,৬৬৪
  জনঘনত্ব৭০০/কিমি (১৮০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

প্রশাসনিক এলাকা

বিলাশবাড়ী ইউনিয়নের পূর্ব দিকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা, উত্তর দিকে মিঠাপুর ইউনিয়ন, পশ্চিমদেকে বালুভরা ও আধাইপুর ইউনিয়ন এবং দক্ষিণদিকে বালুভরা ইউনিয়ন ও নওগাঁ সদর উপজেলা অবস্থিত।

ইতিহাস

আয়তন

মোট আয়তন ৩৭.৯৫ বর্গ কি.মি.।

জনসংখ্যা

বিলাশবাড়ী ইউনিয়নের জনসংখ্যা ২৬৬৬৪ জন । এর মধ্যে পুরুষ ১৩১৩৫ জন এবং মহিলা- ১৩৫২৯ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

গ্রাম

২৬ টি: ১. লক্ষীপুর, ২.মহেশপুর ৩.কাশিমালা ৪.ভগবানপুর ৫.চকনরসিংহ ৬.কটকবাড়ী ৭.তাজপুর ৮.দৌলতপুর ৯.নাজিরপুর ১০.এনায়েতপুর ১১.চকাবীর ১২.জোলাপাড়া ১৩.বারফালা ১৪.হাজীপুর ১৫.চকগোপী ১৬.কানুপুর ১৭.হলুদবিহার ১৮.বলরামপুর ১৯.বিলাশবাড়ি ২০.দুধকুড়ি ২১.শর্মাপুর ২২.সগুনাগোপালপুর ২৩.শ্রীরামপুর ২৪.চকসুদেব ২৫.দেউকুড়ী ২৬.চকরমনাথ।

মৌজা

২৬টি।

শিক্ষার হার

৪৩.৪০% (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

দর্শনীয় স্থান

  • হলুদ বিহার
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.