বিভা

বিভা বা এইচডি ৮৬০৮১ হল পৃথিবী থেকে ৩৪০ আলোকবর্ষ দূরে অবস্থিত[3] একটি হলদে-সাদা বর্ণের সেক্সটান্স (Sextans) তারামন্ডলের একটি বামন নক্ষত্র, যাকে ভৌগোলিক নিরক্ষরেখা থেকে দেখা যায়। এটি সূর্য থেকে ১.২২ জ্যোতির্বিদ্যা-একক বড়ো এবং ১.২৩ জ্যোতির্বিদ্যা-একক ভারী। এর তাপমাত্রা ৬০২৮ কেলভিন এবং ঔজ্জ্বল্য ১.৭৫ সৌর একক। ২০১৯ খ্রিস্টাব্দে প্যারিসের ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন ভারতীয় বাঙালি পদার্থবিদ বিভা চৌধুরীর নামানুসারে HD 86081 নক্ষত্রটির বিভা নামকরণ করেছে।[3] বিভার বহির্গ্রহটির নাম HD 86081 b। প্যারিসের আইএইউ এটির সান্তামাসা (সংস্কৃত শব্দ, অর্থ- মেঘে ঢাকা) নামকরণ করে।[3]

এইচডি ৮৬০৮১, বিভা
পর্যবেক্ষণ তথ্য
ইপক J2000.0      বিষুব J2000.0
তারামণ্ডল সেক্সটান্স (Sextans)
বিষুবাংশ ০৯ ৫৬মি ০৫.৯১৮৫সে[1]
বিষুবলম্ব −০৩° ৪৮ ৩০.৩২৩৩[1]
আপাত  মান (V) ৮.৭৪
বৈশিষ্ট্যসমূহ
বর্ণালীর ধরণF8V
জ্যোতির্মিতি
সরল গতি (μ) RA: −৬৭.০০১±০.০৭৯[1] mas/yr
Dec.: ১৫.৯৯৯±০.০৭৬[1] mas/yr
লম্বন (π)9.5928 ± 0.0509[1] mas
দূরত্ব৩৪০ ± ২ ly
(১০৪.২ ± ০.৬ pc)
বিবরণ
ভরসূর্যের চেয়ে ১.২৩ জ্যোতির্বিদ্যা-একক ভারী M
উজ্জ্বলতা১.৭৫ L
তাপমাত্রা৬০২৮ K
অন্যান্য বিবরণ
BD−03 2815, HIP 48711, SAO 137236[2]
ডাটাবেস তথ্যসূত্র
এসআইএমবিএডিডাটা

এইচডি 86081 এর ১৭.৬% ট্রানজিট সম্ভাবনা থাকা সত্ত্বেও গ্রহগত চলনের কোনও প্রমাণ পাওয়া যায় না।[4] নক্ষত্রটি ক্রোমাস্ফেরিয়ালি নিষ্ক্রিয়, Ca II H এবং K লাইন থেকে কোনও নির্গমন দেখা যায় না।[4]

এই নক্ষত্রটিকে ২০০৫ খ্রিস্টাব্দ থেকে প্রথম পর্যবেক্ষন করা শুরু হয় এবং ২০০৬ খ্রিস্টাব্দে প্রথম এর গ্রহ আবিষ্কৃত হয়।[4]

বিভা গ্রহমণ্ডল[5]
সহচর
(তারকার অনুক্রম)
ভর পরাক্ষ
(AU)
কক্ষীয় পর্যায়কাল
(দিনসমূহ)
উৎকেন্দ্রিকতা কক্ষীয় নতি ব্যাসার্ধ
b 1.48±0.23 MJ 0.0346±0.0027 2.1378431±0.0000031 0.0119±0.0047

তথ্যসূত্র

  1. "VizieR"vizier.u-strasbg.fr। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২১
  2. "HD 86081" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)sim-basic। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২১
  3. "খ্যাতির আড়ালে হারানো বাঙালি বিজ্ঞানী বিভা চৌধুরীর নামে এবার তারার নাম"Eisamay। ২০১৯-১২-১৯। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২০
  4. Johnson, John Asher; ও অন্যান্য (২০০৬)। "The N2K Consortium. VI. Doppler Shifts without Templates and Three New Short-Period Planets"। The Astrophysical Journal647 (1): 600–611। arXiv:astro-ph/0604348doi:10.1086/505173বিবকোড:2006ApJ...647..600J
  5. Ment, Kristo; ও অন্যান্য (২০১৮)। "Radial Velocities from the N2K Project: Six New Cold Gas Giant Planets Orbiting HD 55696, HD 98736, HD 148164, HD 203473, and HD 211810"। The Astronomical Journal156 (5)। 213। arXiv:1809.01228doi:10.3847/1538-3881/aae1f5বিবকোড:2018AJ....156..213M
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.