বিধাননগর পৌরসংস্থা

বিধাননগর পৌরসংস্থা হল বিধাননগররাজারহাট অঞ্চলের পরিকাঠামো ও প্রশাসনিক সেবা প্রদানকারি সংস্থা। এই পৌরসংস্থাটি ২০১৫ সালের ১৮ই জুনে চালু হয়। বর্তমানে এটি বিধাননগর, রাজারহাটমহিষবাথান পঞ্চায়েত -২ এলাকায় সেবা প্রদান করে থাকে।[1] পৌরসংস্থাটির মোট ৪১টি ওয়ার্ড।

সেক্টর ফাইভ
বিধাননগর পৌরসংস্থা
সংক্ষেপেবিএমসি
গঠিত১৮ই জুন ২০১৫
ধরণপৌরসংস্থা
সদরদপ্তরবিধাননগর
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
পৌর প্রধান (মেয়র)
সভ্যসাচী দত্ত
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

তথ্যসূত্র

  1. "কর্পোরেশন গঠনের প্রজ্ঞাপন" (PDF)। উত্তর ২৪ পরগনা জেলা। ২৬ জুলাই ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ০৯-০৮-২০১৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.