বিএমডব্লিউ

বাইরিশে মটোরান ভার্কে এজি (জার্মান: Bayerische Motoren Werke AG, ইংরেজি: Bavarian Motor Works) বা বিএমডব্লিউ (BMW) হচ্ছে একটি জার্মান মোটরগাড়ি, মোটর সাইকেল, ও ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯১৬ সালে। বিএমডব্লিউ ছাড়াও প্রতিষ্ঠানটির মিনি নামে আরও একটি ব্র্যান্ড রয়েছে। এছাড়াও এটি বিশ্বখ্যাত রোলস-রয়েস মোটর কারসও বিএমডব্লিউ-এর অধীনস্থ একটি প্রতিষ্ঠান। বিএমডব্লিউ মানসম্পন্ন ও বিলাসবহুল গাড়ি নির্মাণের জন্য সুপরিচিত।

বাইরিশে মটোরান ভার্কে এজি
আকিটেনগিজেলশাফট
শিল্পগাড়ি নির্মাণ শিল্প
প্রতিষ্ঠাকাল১৯১৬
প্রতিষ্ঠাতাফ্রাঞ্জ ইয়োসেফ পপ
সদরদপ্তরমিউনিখ, জার্মানি
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
প্রধান ব্যক্তি
নোরবার্ট রেইথোফের (সিইও), ইয়োকিম মিলবার্গ (পরিচালনা পর্ষদের চেয়ারম্যান)
পণ্যসমূহমোটরগাড়ি, মোটরসাইকেল, বাইসাইকেল
আয় ৫০.৬৮ বিলিয়ন (২০০৯)[1]
বিক্রয় আয়
€ ২৮৯ মিলিয়ন (২০০৯)[1]
মুনাফা€ ২০৪ মিলিয়ন (২০০৯)[1]
কর্মীসংখ্যা
৯৬,২৩০ (২০০৯)[1]
অধীনস্থ প্রতিষ্ঠানরোলস-রয়েস মোটর কারস
ওয়েবসাইটbmw.com
জার্মানির মিউনিখে অবস্থিত বিএমডব্লিউ-এর সদরদপ্তর

উৎপাদন

২০০৬ সালে বিএমডব্লিউ বিশ্বের পাঁচটি দেশে অবস্থিত তাদের কারখানায় মোট ১৩,৬৬,৮৩৮টি চার চাকা বিশিষ্ট গাড়ি উৎপাদন করে।[2] ২০০৯ সালে তাদের গাড়ি প্রস্তুতের এই সংখ্যা দাঁড়ায় ১২,৫৮,৪১৭টি।[1] এছাড়াও ২০০৯ সালে বিএমডব্লিউ ৮২,৬৩১টি মোটরসাইকেলও প্রস্তুত করে।[1]

দেশ প্রস্তুত গাড়ি (২০০৬) গাড়ি (২০০৮) মডেল
জার্মানি বিএমডব্লিউ ৯,০৫,০৫৭ ৯,০১,৮৯৮ অন্যান্য
যুক্তরাজ্য মিনি ১,৮৭,৪৫৪ ২,৩৫,০১৯ সকল মিনি
রোলস-রয়েস ৬৭ ১,৪১৭ সকল রোলস-রয়েস
অস্ট্রিয়া বিএমডব্লিউ ১,১৪,৩০৬ ৮২,৮৬৩ বিএমডব্লিউ এক্স৩
মার্কিন যুক্তরাষ্ট্র বিএমডব্লিউ ১,০৫,১৭২ ১,৭০,৭৪১ বিএমডব্লিউ এক্স৫, এক্স৬
দক্ষিণ আফ্রিকা বিএমডব্লিউ ৫৪,৭৮২ ৪৭,৯৮০ বিএমডব্লিউ ৩-সিরিজ
সর্বমোট ১৩,৬৬,৮৬৩ ১৪,৩৯,৯১৮

বিক্রয় (বিএমডব্লিউ ব্র্যান্ড)

বিএমডব্লিউ-এর বার্ষিক প্রতিবেদন অনুসারে বিএমডব্লিউ বিশ্বব্যাপী তাদের গাড়ি সরবরাহ করে।

বছরসর্বমোট
২০০০৮,২২,১৮১
২০০১৮,৮০,৬৭৭
২০০২৯,১৩,২২৫
২০০৩৯,২৮,১৫১
২০০৪১০,২৩,৫৮৩
২০০৫১১,২৬,৭৬৮
২০০৬১১,৮৫,০৮৮
২০০৭১২.৭৬.৭৯৩
২০০৮১২,০২,২৩৯
২০০৯১০,৬৮,৭৭০

তথ্যসূত্র

  1. "Annual Report 2009" (PDF)। BMW Group। সংগ্রহের তারিখ ২০১০-০৩-২৩
  2. World Motor Vehicle Production, OICA correspondents survey 2006

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.