বার্সেলোনা বিশ্ববিদ্যালয়

বার্সেলোনা বিশ্ববিদ্যালয় স্পেনের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি কাতালোনিয়া,বার্সেলোনা শহরে অবস্থিত। এখানে ৭৩টি স্নাতক,২৭৩টি স্নাতকোত্তর এবং ৪৮টি ডক্টরেট ডিগ্রি চালু রয়েছে। এটিকে স্পেনের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে গন্য করা হয়।[1][2][3][4]

বার্সেলোনা বিশ্ববিদ্যালয়
Universitat de Barcelona
নীতিবাক্যLibertas perfundet omnia luce (স্বাধীনতা সব কিছু আলো দিয়ে স্নান করে)
ধরনসরকারি
স্থাপিত৩ নভেম্বর, ১৪৫০
রেক্টরজন ইলিয়াস
প্রশাসনিক কর্মকর্তা
৫,৭১৫
শিক্ষার্থী৬৩,৬১৭
অবস্থান,
শিক্ষাঙ্গন৪(১৬ ফ্যাকাল্টি)
অধিভুক্তি
ওয়েবসাইটwww.ub.edu

ইতিহাস

এটি প্রতিষ্ঠিত হয় ৩ নভেম্বর ১৪৫০ সালে। এটি স্পেনের প্রচীন বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে একটি।

গ্রন্থাগার

বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে প্রায় ২,০০০,০০০ ভলিউম রয়েছে।

তথ্যসূত্র

  1. "La UB en xifres"
  2. "QS World University Rankings"। Topuniversities। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-১০
  3. "URAP - University Ranking by Academic Performance"
  4. "US News - Best Global University Rankings"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.