বার্থা বেঞ্জ

বার্থা বেঞ্জ (Bertha Benzová ) (৩ মে ১৮৪৯ - ৫ মে ১৯৪৪) ছিলেন একজন জার্মান পথিকৃত। তিনি মোটরগাড়ির উদ্ভাবক হিসেবে বিখ্যাত কার্ল ফ্রেডরিখ বেঞ্জ এর সহধর্মিনী এবং ব্যবসায়িক অংশীদার ছিলেন। ১৮৮৮ সালে, মোটরগাড়ি চালিয়ে বেশি দূরত্ব অতিক্রমকরা ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন প্রথম ব্যক্তি।[1] এইরকমটা করার মাধ্যমে তিনি বেঞ্জ পেটেন্ট-মোটরওয়াগেনকে বিশ্ববাসীর নজরে নিয়ে আসেন এবং কোম্পানী তার প্রথম বিক্রয় পেয়েছিল।

বার্থা রিঙ্গার, ১৮৭১ খ্রিস্টাব্দ, যখন তিনি কার্ল বেঞ্জের ব্যবসায়িক অংশীদার হয়েছিলেন

তথ্যসূত্র

  1. Robertson, Patrick (২০১১), Robertson's Book of Firsts: Who Did What for the First Time, Bloomsbury Publishing USA, পৃষ্ঠা 91, আইএসবিএন 9781608197385, সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৫

বহিঃ সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.