বাজীগর

বাজীগর (হিন্দি : बाज़ीगर, উর্দু: بازی گر, অনুবাদ: "জুয়াড়ি") ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি চলচ্চিত্র। এটি পরিচালনা করেছিলেন আব্বাস-মস্তান। রোমাঞ্চকর ধারার এই চলচ্চিত্রটির কাহিনী গড়ে উঠেছে এক তরুণকে নিয়ে, যিনি যেকোনো মূল্যে প্রতিশোধ নিতে চান। চলচ্চিত্রটি হলিউডের ছবি এ কিস বিফোর ডাইয়িং অবলম্বনে তৈরি করা হয়েছে। এতে অভিনয় করেছেন শাহরুখ খান, কাজল প্রমূখ। ছবিটির মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী শিল্পা শেঠীর অভিষেক হয়।

বাজীগর
বাজীগর চলচ্চিত্রের পোস্টার
পরিচালকআব্বাস মাস্তান
প্রযোজকগণেশ জৈন
চম্পক জৈন
রচয়িতারবিন ভট্ট
আকাশ খুরানা
জাভেদ সিদ্দিকী
শ্রেষ্ঠাংশেশাহরুখ খান
কাজল
সিদ্ধার্থ রায়
শিল্পা শেঠী
রাখী
সুরকারঅনু মালিক
চিত্রগ্রাহকথমাস এ. জাভির
সম্পাদকহুসাইন এ. বুর্মাওয়ালা
পরিবেশকএরোস ল্যাবস
মুক্তি১২ নভেম্বর, ১৯৯৩
দৈর্ঘ্য১৮১ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি

কাহিনী সংক্ষেপ

রাজ নামের একটি ছেলে, যে চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। রাজ ছিলেন একজন businessman

শ্রেষ্ঠাংশে

  • শাহরুখ খান - অজয় শর্মা / ভিকী মালহোত্রা
  • কাজল - প্রিয়া এম. চোপড়া
  • শিল্পা শেঠী - সীমা চোপড়া
  • রাখী - শোভা শর্মা
  • দলীপ তাহিল - মদন চোপড়া
  • সিদ্ধার্থ রায় ... ইন্সপেক্টর কারণ
  • জনি লিভার ... বাবুলাল
  • অনন্ত মহাদেভান ... ভিশভানাথ শর্মা
  • দিনেশ হিঙ্গু ... বাজদিয়া শেঠ
  • আদি ইরানী ... ভিকী মালহোত্রা
  • রেশম তিপ্নিস ... অঞ্জলি সিনহা
  • হার্পাল সিং ... হার্পাল-মোটু
  • অমৃত প্যাটেল ... মার্কো - ড্রাইভার
  • মান্মুজি ... চাকর

সম্মাননা

সংগীত

সাউন্ড ট্র্যাক

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.