বাগদাদ প্রদেশ
বাগদাদ প্রদেশ (Baghdad Governorate) (আরবি: محافظة بغداد মুহাফাযাত বাগ্বদাদ) ইরাকের একটি প্রদেশ। বাগদাদ শহর ও তার আশেপাশের পৌর এলাকাগুলি নিয়ে এটি গঠিত। এদের মধ্যে আছে আল মাহমুদিয়াহ এবং আবু গারিব। প্রদেশটির আয়তন ৭৩৪ বর্গকিলোমিটার। এটি ইরাকের ক্ষুদ্রতম প্রদেশ, কিন্তু জনসংখ্যার দিক থেকে এটি প্রদেশগুলির মধ্যে প্রথম। ২০০৩ সালের প্রাক্কলিত হিসাব অনুযায়ী এই প্রদেশে প্রায় ৬৪ লক্ষ লোক বাস করেন।
বাগদাদ প্রদেশ محافظة بغداد | |
---|---|
প্রদেশ | |
![]() Baghdad Governorate | |
স্থানাঙ্ক: ৩৩°২০′ উত্তর ৪৪°২৬′ পূর্ব | |
রাষ্ট্র | ![]() |
রাজধানী | বাগদাদ |
গভর্নর | Salah Abdul Razzaq |
মেয়র | Sabir al-Issawi |
আয়তন | |
• মোট | ৪৫৫৫ কিমি২ (১৭৫৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১২ অনুমিত) | |
• মোট | ৯৫,০০,০০০ |
সময় অঞ্চল | Iraqi Standard Time (ইউটিসি+3) |
ওয়েবসাইট | www.baghdad.gov.iq |
আরও দেখুন
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.