বাংলাদেশের সূফীদের তালিকা

বাংলাদেশ অসংখ্য অলি আউলিয়া, সুফির আগমন ঘটেছে তাদের মাঝে অন্যতম হচ্ছেন :

শাহজালাল ও তার সফরসঙ্গীগণ

  1. শাহজালাল ইয়ামেনি, সিলেট;

ইসলাম প্রচারকগণ অন্যান্য প্রধান সূফীগণ

  1. শাহ সুলতান ইব্রাহীম বলখী - মহাস্থানগড়, বগুড়া;
  2. খান জাহান আলী[1] - খুলনা;
  3. শাহ কারামত আলী জৌনপুরী - রংপুর;
  4. সৈয়দ মুহাম্মদ ইসহাক, পীর সাহেব চরমোনাই- বরিশাল;
  5. সৈয়দ শাহ আলী বাগদাদী -মিরপুর, ঢাকা;

অন্যান্য সুফিগণ

  1. সৈয়দ শাহ্‌ আব্দুল আজিম - নন্দলালপুর, মাগুরা;
  2. হাফিয আহমদ জৌনপুরী[2] - চকবাজার, ঢাকা
  3. আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী - সিলেট[3]
  4. সৈয়দ আহমদ উল্লাহ - মাইজভান্ডার, চট্টগ্রাম;
  5. সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী - মাইজভান্ডার, চট্টগ্রাম;
  6. সৈয়দ মুহাম্মদ আজিজুল হক - হাটহাজারী, চট্টগ্রাম;
  7. শিতালং শাহ- সিলেট।

তথ্যসূত্র

  1. খান জাহান, মুয়ায্‌যম হুসায়ন খান; বাংলাপিডিয়া। প্রকাশকাল: ১৭ এপ্রিল ২০১৫। পরিদর্শনের তারিখ: ৬ জুন ২০১৭।
  2. http://bn.banglapedia.org/index.php?title=জৌনপুরী,_হাফিজ_আহমদ
  3. আবদুল লতিফ চৌধুরী ফুলতলী (র)-এর রচনায় ইসলামী ভাবধারা ও সমাজ-সংস্কার শীর্ষক পিএইচডি অভিসন্দর্ভ, গবেষক : মোঃ নজরুল ইসলাম, আল-কুরআন এ- ইসলামিক স্টাডি বিভাগ, থিওলজি এ- ইসলামিক স্টাডিজ অনুষদ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ, ২০১০-২০১১ পৃ:৮২-৮৩।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.