বাংলাদেশ মান সময়
বাংলাদেশ মান সময় (BST)
হচ্ছে বাংলাদেশের সময় স্থান যেটি সারা দেশে একই এবং ইউটিসির সাথে ৬ ঘণ্টা যোগ করে পাওয়া যায় । বাংলাদেশে ২০০৯ সালে স্বল্প সময়ের জন্য দিবালোক সংরক্ষণ সময় ব্যবহার শুরু হয়েছিল। বাংলাদেশের মান সময় ৯০° পূর্ব দ্রাঘিমাংশের উপর নির্ধারন করা হয়েছে, যে রেখাটি ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার হারুকান্দি ইউনিয়নের উপর দিয়ে গেছে ।

ইতিহাস
১৮৫৮ থেকে ১৯৪১ এর মধ্যে বাংলা অঞ্চল ব্রিটিশ শাসনের অধীনে ছিলো এবং কলকাতার সময় (ইউটিসি+৫:৫৩:২০) ব্যবহৃত হতো।
- ১ অক্টোবর ১৯৪১-এ, এটি পরিবর্তন ঘটে হয় ইউটিসি+০৬:৩০
- ১৫ই মে ১৯৪২-এ এটি পরিবর্তন ঘটে হয় ইউটিসি+০৫:৩০
- ১ সেপ্টেম্বর ১৯৪২-এ, এটি পুনরায় ইউটিসি+০৬:৩০
১৯৪৭-এ ভারতবর্ষের স্বাধীনতার পর, ব্রিটিশ ইন্ডিয়া ইন্ডিয়া ও পাকিস্তান দুইভাগে ভাগ হয়, যেটির পূর্ব পাকিস্তান হচ্ছে বর্তমানের বাংলাদেশ। এই বিভক্তিকরণের ফলে পূর্ব পাকিস্তানের মান সময় তাৎক্ষনিক ভাবে আক্রান্ত হয়নি।
১৯৫১-এ, এটি পরিবর্তন ঘটে ইউটিসি+০৬:৩০ থেকে হয় ইউটিসি+০৬:০০, আর এই মান সময় বাংলাদেশে এখন পর্যন্ত ব্যবহৃত হচ্ছে ।