বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড খুলনায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তারশিল্প কারখানা। এটি খুলনায় ভৈরব নদের তীরবর্তী শিরোমনি শিল্প এলাকায় অবস্থিত।
সংক্ষেপে | বাকেশি |
---|---|
গঠিত | ১৯৬৭ |
ধরণ | তারশিল্প |
আইনি অবস্থা | চালু |
সদরদপ্তর | শিরোমনি, খুলনা, বাংলাদেশ |
অবস্থান | |
স্থানাঙ্ক | ২২°৫৪′২৭.৮৬″ উত্তর ৮৯°৩০′৫৬.৪২″ পূর্ব |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
ব্যবস্থাপনা পরিচালক | মো. সিরাজুল ইসলাম |
প্রধান প্রতিষ্ঠান | ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার |
ওয়েবসাইট | ওয়েবসাইট |
ইতিহাস
১৯৬৭ সালে পাকিস্তান সরকার ও পশ্চিম জার্মানির মেসার্স সিমেন্স এজি’র সাথে যৌথভাবে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে খুলনায় ৩২ একর জমির উপর এই প্রতিষ্ঠানটি স্থাপন করা।[1] ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাস থেকে প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে টেলিযোগাযোগের কাজে ব্যবহৃত কপার ক্যাবল উৎপাদন করা শুরু করে।
- প্রতিষ্ঠানটিতে একটি অত্যাধুনিক প্রযুক্তির অপটিক্যাল ফাইবার ক্যাবল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করা হয় যা বিগত জুলাই-২০১১ থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেছে।
- অপটিক্যাল ফাইবার ক্যাবল সংযোগ স্থাপনে প্রয়োজনীয় HDPE Silicon Duct-এর ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে ২০১৫-২০১৬ অর্থ-বছরে HDPE Silicon Duct তৈরীর প্ল্যান্ট স্থাপন করা হয় যা বিগত সেপ্টেম্বর’১৬ হতে পূর্ণমাত্রায় পরিচালিত হচ্ছে।
- উৎপাদন বহুমূখীকরণের লক্ষ্যে প্রায় ২৪.১৬ কোটি টাকা ব্যয়ে বৈদ্যুতিক ওভারহেড কন্ডাক্টর, সার্ভিস ড্রপ ক্যাবল ও বেয়ার/ইনস্যুলেটেড ওয়্যার তৈরীর প্ল্যান্ট স্থাপিত হয়েছে। বিগত ০১ সেপ্টেম্বর ২০১৯ উক্ত প্ল্যান্ট উদ্বোধন করা হয়।
তথ্যসূত্র
- মিনা, অছিকুর রহমান দোলন (২৩ সেপ্টেম্বর ২০১৭)। "অপার সম্ভাবনার ক্ষেত্র বাংলাদেশ ক্যাবল শিল্প"। দৈনিক তৃতীয়মাত্রা। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৭।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.