বয় পিলিং ফ্রুট
বয় পিলিং ফ্রুট একটি বিখ্যাত চিত্রকর্ম, যা ইতালি'র জনপ্রিয় চিত্রকর কারাভাজ্জিও'র অঙ্কিত। এটি কারাভাজ্জিও'র আঁকা প্রথম দিকের ছবি; ধারণা করা হয়, কারাভাজ্জিও মিলান থেকে রোমে আসার পরপরই, অর্থ্যাৎ ১৫৯২ সালের মাঝামাঝি সময়ে, এটি অঙ্কন করেন।
বয় পিলিং ফ্রুট | |
---|---|
English: A boy peeling fruit | |
![]() | |
শিল্পী | কারাভাজ্জিও |
বছর | ১৫৯২-১৫৯৩ |
ধরন | তৈলচিত্র |
আয়তন | ৭৫.৫ সেমি × ৬৪.৪ সেমি (২৯.৭ ইঞ্চি × ২৫.৪ ইঞ্চি) |
অবস্থান | রোম |
ছবির বর্ননা
ছবিতে একটি বালককে ফল হাতে দেখা যায়; আর কিছু ফল বালকটির সামনের টেবিল সদৃশ স্থানে। বিখ্যাত এই চিত্রটির ফলগুলোর প্রজাতি নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে; কেউ কেউ এগুলোকে বিশেষ ধরনের নাশপাতি, আবার কেউ কেউ একে ইটালিতে প্রাপ্ত এক ধরনের পীচ ফল বলে মনে করেন।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.