বগুলা রেলওয়ে স্টেশন

বগুলা শিয়ালদহ-রানাঘাট-গেদে লাইন-এর একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন । [1] এটি শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে ৯৩ কিলোমিটার দূরে অবস্থিত।এই স্টেশনটি বগুলা শহরের একমাত্র রেলওয়ে স্টেশন। দেশবিভাগের পূর্বে এটি কলকাতা হতে উত্তরবঙ্গগামী রেলপথে গুরুত্বপূর্ণ স্টেশন ছিল। এটি নদীয়া জেলার বগুলা জনপদ ও পার্শ্ববর্তী এলাকার রেল-পরিষেবা প্রদান করে।

বগুলা রেল স্টেশন

ইতিহাস

এই রেলওয়ে স্টেশনটি ১৮৬৩-১৮৬৪ সালের মাঝামাঝি ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে তৈরি করে। সেই সময় এই স্টেশনটি কলকাতা (শিয়ালদহ)-কুষ্টিয়া লাইন এর অংশ ছিল।

বিদ্যুতায়ন

১৯৯৫-২০০০ সালে রানাঘাট-গেদে শাখায় বিদ্যুতায়ন করা হয়

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.