বউ বাজার
বউ বাজার হল ২০১৯ সালের একটি বাংলাদেশি চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মুকুল নেত্রবাদী এবং চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ ইসলাম মিয়া।
বউ বাজার | |
---|---|
পরিচালক | মুকুল নেত্রবাদী |
প্রযোজক | কাজী মোহাম্মদ ইসলাম মিয়া |
শ্রেষ্ঠাংশে | শাহরিয়াজ রাহা তানহা রেহানা জলি |
মুক্তি | ১৫ মার্চ ২০১৯ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়ে
- শাহরিয়াজ
- রাহা তানহা
- রেহানা জলি
তথ্যসূত্র
- "শাহরিয়াজ-রাহার বিয়ে বিড়ম্বনা!"। ইনকিলাব। ১৪ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- "২৫ সিনেমা হলে 'বউ বাজার'"। এনটিভি। ১৫ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- "চুপিসারে মুক্তি পেল তানহার 'বউ বাজার'"। যায়যায়দিন। ১৬ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.