ফ্রান্সের শিক্ষাব্যবস্থা
ফ্রান্সের শিক্ষাব্যবস্থা অত্যন্ত কেন্দ্রনির্ভর এবং সুসংগঠিত। এটি বেশ কিছু বিভাগে বিভক্ত। ব্যবস্থাটিকে তিনটি স্তর বা ধাপে বিভক্ত করা হয়েছে। এগুলি হল প্রাথমিক শিক্ষা (Enseignement primaire, অঁসেঞমঁ প্রিম্যাখ্), মাধ্যমিক বা দ্বিতীয় স্তরের শিক্ষা (Enseignement secondaire, অঁসেঞমঁ সগোঁদ্যাখ্) এবং উচ্চশিক্ষা (Enseignement supérieur, অঁসেঞমঁ সুপেখিয়্যখ্)। স্নাতক পর্যায় শেষ করার পরে যে সনদটি প্রদান করা হয়, তার নাম লিসঁস (Licence)।
Ministry of National Education | |
---|---|
Minister Deputy Minister | Jean-Michel Blanquer |
সাধারণ বিবরণ | |
মাতৃভাষা | French |
ব্যবস্থার ধরণ | Central |
সাক্ষরতা (2003) | |
মোট | 991 |
পুরুষ | 99 |
মহিলা | 99 |
তালিকাভুক্তি | |
মোট | 15.0 million2 |
প্রাথমিক | 6.7 million |
মাধ্যমিক | 4.9 million |
মাধ্যমিক পরবর্তী | 2.3 million3 |
লব্ধি | |
মাধ্যমিক ডিপ্লোমা | 79.7% |
মাধ্যমিক-পরবর্তী ডিপ্লোমা | 27% |
1As of 2004, literacy rates are no longer collected within INSEE censuses. 2Includes private education. 3Includes universities, CPGE, and technical schools. |

চিত্রে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা
মাধ্যমিক পর্যায়
ফ্রান্সের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাব্যবস্থায় দুইটি পর্যায় রয়েছে:
- কোলেজ (Collège): ১১ থেকে ১৫ বছর বয়সের মধ্যে ফ্রান্সের শিক্ষার্থীরা এই শিক্ষাটি গ্রহণ করে থাকে। এটি মাধ্যমিক শিক্ষার প্রথম ৪ বছর।
- লিসে (Lycée): ১৫ থেকে ১৮ বছর বয়সের মধ্যে এ শিক্ষা সম্পন্ন হয়। মাধ্যমিক শিক্ষার এই শেষ তিন বছরে শিক্ষার্থীরা বাকালোরেয়া (Baccalauréat) নামক সরকার আয়োজিত স্তর-সমাপনী পরীক্ষা তথা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুত হয়।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.