ফ্রান্সিস এলিজাবেথ অ্যালেন

ফ্রান্সিস এলিজাবেথ অ্যালেন (জন্ম: ৪আগস্ট, ১৯৩২) একজন মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। কাজের স্বীকৃতি স্বরূপ তিনি বিভিন্ন পুরস্কারের পাশাপাশি ২০০৬ সালের এসিএম প্রদত্ত টুরিং পুরস্কার পান।

ফ্রান্সিস এলিজাবেথ অ্যালেন
জন্ম (1932-08-04) ৪ আগস্ট ১৯৩২
Upstate নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
কর্মক্ষেত্রকম্পিউটার বিজ্ঞান
প্রতিষ্ঠানআইবিএম
প্রাক্তন ছাত্রস্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক অ্যাট আলবেনী,
মিশিগান বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণhigh-performance computing, parallel computing, compiler organization, optimization
উল্লেখযোগ্য
পুরস্কার
টুরিং পুরস্কার ২০০৬

জন্ম ও শিক্ষাজীবন

অ্যালেন ১৯৫৪ সালে স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক অ্যাট আলবেনী থেকে গণিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৭ সালে মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে গণিতে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৭ সালে আইবিএমে যোগদান করেন।

কর্মজীবন

গবেষনা

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

    বহি:সংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.