ফেলেসিয়া
ফেলেসিয়া ড্যানায় (জন্ম টাকোমা, ওয়াশিংটন) হলেন একজন মার্কিন পর্নোগ্রাফি অভিনেত্রী, ফেটিশ মডেল, এবং স্ট্রিপার। তার পর্নোগ্রাফি অভিনয়ের জীবন ছিল ১৯৯৩ থেকে ২০০৮ অবধি, যার মধ্যে তিনি পারফর্ম করেছেন একক সিন বা অন্যান্য মহিলা পর্নোগ্রাফি অভিনেত্রীদের সাথে সিন। যদিও তিনি একটা সিনে একজনের পুরুষের সাথে মুখমৈথুনের একটি দৃশ্যে অভিনয় করেছিলেন।[1]
ফেলেসিয়া | |
---|---|
![]() ফেলেসিয়া সি.ই.এস ২০০২ সালে | |
জন্ম | |
উচ্চতা | ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬৩ মিটার) |
প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের সংখ্যা | ৪৬৩ (per IAFD) |
ফেলেসিয়া একটা কমিক বইও প্রকাশ করেছিলেন যার নাম হল অ্যাডাল্ট স্টার স্টোরিস: ফেলেসিয়া।[2]
খেতাব
- হল অফ ফেম ইন্ডাক্টি[3]
- ২০০৭, বেস্ট অল গার্ল সেক্স সিন – ফিল্ম ফাক এর জন্য[4]
- ২০০২, বেস্ট অল গার্ল সেক্স সিন – ভিডিও' হোয়ার দ্য গার্ল সোয়েট ৫ এর জন্য[4]
- ১৯৯৬, বেস্ট অল গার্ল সেক্স সিন – ভিডিও টেকিন ইট টু দ্য লিমিট ৬ এর জন্য[4]
- ১৯৯৬, বেস্ট অল গার্ল সেক্স সিন – ফিল্ম ফ্যান্টাসি চেম্বার এর জন্য[4]
- ১৯৯৫, বেস্ট অল গার্ল সেক্স সিন – ভিডিও বাটস্ল্যামারস ৪ এর জন্য[4]
এক্স.আর.সি.ও খেতাব
তথ্যসূত্র
- ইন্টারনেট অ্যাডাল্ট ফিল্ম ডাটাবেজে Felecia Danay (ইংরেজি)
- "Hippy Comix"। ৬ মে ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৪।
- "25th Annual AVN Awards Show"। web.archive.org। ২০১১। ২০০৮-০২-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১১।
- "AVN Awards Past Winners"। AVN.com। ২০০৭-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৮-০৮।
- "XRCO"। XRCO.com। সংগ্রহের তারিখ ২০০৮-০২-২৩।
বহির্সংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ফেলেসিয়া সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ফেলেসিয়া ড্যানায় (ইংরেজি)
- ইন্টারনেট অ্যাডাল্ট ফিল্ম ডাটাবেজে ফেলেসিয়া ড্যানায় (ইংরেজি)
- অ্যাডাল্ট ফিল্ম ডাটাবেজে ফেলেসিয়া ড্যানায় (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.