ফেলিপে বালয়

ফেলিপে আব্দিয়েল বালয় রামিরেজ (জন্ম: ২৪ ফেব্রুয়ারি ১৯৮১) হলেন পানামার একজন পেশাদার ফুটবলার, যিনি গুয়াতেমালার ক্লাব মুনিসিপাল এবং পানামা জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

ফেলিপে বালয়
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফেলিপে আব্দিয়েল বালয় রামিরেজ
জন্ম (1981-02-24) ২৪ ফেব্রুয়ারি ১৯৮১
জন্ম স্থান পানামা সিটি, পানামা
উচ্চতা ১.৮৪ মি (৬ ফু ০ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব মুনিসিপাল
জার্সি নম্বর ২৩
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
ইউরো কিকার্স
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
১৯৯৯ ইউরো কিকার্স ২৫ (৩)
২০০০ স্পোর্টিং '৮৯ ৩০ (৪)
২০০১–২০০২ এনভিগাদো ৩৭ (৩)
২০০৩ ইন্দিপেন্দিয়েন্তে মেদেলিন (০)
২০০৩–২০০৪ গ্রেমিও ৫০ (৩)
২০০৫ আতলেতিকো পারানায়েন্সে (০)
২০০৫–২০০৯ মন্টেরে ১৪৫ (১০)
২০১০–২০১৩ সান্তোস লাগুনা ১২৫ (৪)
২০১৪–২০১৬ মোরেলিয়া ১৩ (০)
২০১৫–২০১৬আটলাস (loan) ১৯ (২)
২০১৬–২০১৭ আগিলাস ১৩ (০)
২০১৭ তাউরো (২)
২০১৭– মুনিসিপাল ১৯ (১)
জাতীয় দল
২০০১– পানামা ১০১ (৩)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১৩ মার্চ ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২২ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৮ সালের ৩০শে মে, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত পানামার ২৩ সদস্যের দলে স্থান পান।[1]

ব্যক্তিগত জীবন

ফেলিপে বালয় হচ্ছেন দুই সন্তানের জনক। তিনি তার পরিবারের সাথে মেক্সিকোয় বসবাস করেন। বালয় প্রাকৃতিকভাবে মেক্সিকোর নাগরিক।[2]

সম্মাননা

ক্লাব

পারানায়েন্সে
  • ক্যাম্পিওনাতো পারানায়েন্সে (১): ২০০৫
মন্টেরে
  • লিগা এমএক্স (১): আপের্তুরা ২০০৯
সান্তোস লাগুনা
  • লিগা এমএক্স (১): ক্লাউসুরা ২০১২

ব্যক্তিগত

তথ্যসূত্র

  1. "Revealed: Every World Cup 2018 squad - 23-man & preliminary lists & when will they be announced? - Goal.com"
  2. "Especial: Una Liga menos MX"Televisa Deportes। ২০১৫-০৭-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৫

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.