ফেরা
ফেরা ২০১২ সালের একটি বাংলা প্রামাণ্য চলচ্চিত্র। প্রসূন রহমান পরিচালিত ও ক্যাথরিন মাসুদ প্রযোজিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদের সাক্ষাৎকারভিত্তিক একটি প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের ব্যান্যারে।[1] তারেক মাসুদের প্রথম মৃত্যুবার্ষিকী দিবস, ১২ আগস্ট, ২০১২ সালে শাহবাগের জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শন প্রদর্শিত হয়। পরবর্তীতে ১৩ আগস্ট, ২০১২ সালে সময় টিভিতে ছবিটি সম্প্রচারিত হয়।
ফেরা | |
---|---|
![]() ফেরা ছবির পোস্টার | |
পরিচালক | প্রসূন রহমান |
প্রযোজক | ক্যাথরিন মাসুদ |
শ্রেষ্ঠাংশে | তারেক মাসুদ |
চিত্রগ্রাহক | বায়েজিদ কামাল |
সম্পাদক | আব্দুল্লাহ আল নাসের |
প্রযোজনা কোম্পানি | তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট অডিওভিশন |
পরিবেশক | লেজার ভিশন |
মুক্তি |
|
কর্মীবৃন্দ
- তারেক মাসুদ - স্বভূমিকায়
- প্রসূন রহমান - স্বভূমিকায়, সাক্ষাৎকার গ্রহণকারী
তথ্যসূত্র
- বিনোদন প্রতিবেদক (ডিসেম্বর ৭, ২০১৩)। "আজ-'ফেরা'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৬, ২০১৭।
বহিঃসংযোগ
ইন্টারনেট মুভি ডেটাবেজে ফেরা
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.