ফিরোজপুর জেলা
ফিরোজপুর জেলা হল ভারতের পাঞ্জাব রাজ্যের একটি জেলা। ফিরোজপুর শহরটির জেলা সদর। ২০১১ সালের ভারতীয় জনগণনা অনুসারে ফিরোজপুর জেলা মোট জনসংখ্যা ছিল ২,০২৯,০৭৪ জন এবং আয়তনে ২১৯০ বর্গ কিলোমিটার।
ফিরোজপুর জেলা | |
---|---|
পাঞ্জাবের জেলা | |
![]() পাঞ্জাবে ফিরোজপুর জেলার অবস্থান | |
স্থানাঙ্ক (ফিরোজপুর): ৩০°৫৬′২৪″ উত্তর ৭৪°৩৭′১২″ পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পাঞ্জাব |
বিভাগ | ভোপাল |
সদর দপ্তর | ফিরোজপুর |
সরকার | |
আয়তন | |
• মোট | ২১৯০ কিমি২ (৮৫০ বর্গমাইল) |
এলাকার ক্রম | ২৩০তম |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২০,২৯,০৭৪ |
• জনঘনত্ব | ৯৩০/কিমি২ (২৪০০/বর্গমাইল) |
জনসংখ্যার উপাত্ত | |
• সাক্ষরতা | পাঞ্জাবি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+০৫:৩০) |
No. of villages | ৬৩৯ |
Lok Sabha constituency | ১ |
Vidhan Sabha constituency | ৪ |
ওয়েবসাইট | www |
ফিরোজপুর জেলা রাজধানী শহরটি ফিরোজপুর। এটি দশটি গেটের ভিতরে অবস্থিত — অমৃতসারি গেট, ওয়ানসি গেট, মাখু গেট, জীরা গেট, বাগদাদী গেট, মরি গেট, দিল্লি গেট, মগজানি গেট, মুলতানি গেট এবং কাসুরি গেট।
জনসংখ্যার উপাত্ত
জনসংখ্যা
২০১১ সালের ভারতীয় জনগণনা অনুসারে ফিরোজপুর জেলা মোট জনসংখ্যা ছিল ২,০২৯,০৭৪ জন।[1][2] জনসংখ্যার হিসাবে জেলাটি ভারতে ২৩০তম স্থানে রয়েছে (মোট ৬৪০টির এর মধ্যে)। জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৩৮০ জন লোক বসবাস করে (প্রতি বর্গমাইলে ৬৪০ জন)।[1] ২০০১-২০১১ এর দশকে ফিরোজপুর জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১৬.০৮% শতাংশ।[1] লিঙ্গ অনুপাত প্রতি ১০০০ জন পুরুষের বিপরীতে ৮৯৩ জন নারী রয়েছে।[1] সাক্ষরতার হার ৬৯.৮%।[1]
ফিরোজপুর শহর
ফিরোজপুর, ফিরোজপুর জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের ভারতীয় জনগণনা অনুসারে ফিরোজপুর শহরের জনসংখ্যা হল ৯৫,৪৫১ জন।[3] এর মধ্যে পুরুষ ৫৩% এবং নারী ৪৭%।
এখানে সাক্ষরতার হার ৭১%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৩% এবং নারীদের মধ্যে এই হার ৬৮%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে ফিরোজপুর এর সাক্ষরতার হার বেশি। এই শহরের জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।
২০১১ সালের আদম শুমারি অনুসারে ফিরোজপুর শহরের জনসংখ্যা হল ১,১০,০৯১জন। এর মধ্যে পুরুষ ৫৮,৪০১জন, এবং নারী ৫১,৬৯০জন। সাক্ষরতার হার ৭৯.৭৫%। [4]
আবহাওয়া
ফিরোজপুর জেলার জলবায়ু মূলত শুষ্ক এবং প্রখর গ্রীষ্ম, অল্প বর্ষা ও একটি আরামদায়ক শীতকালীন আবহাওয়া দ্বারা চিহ্নিত করা যায়। সারা বছরকে চারটি ঋতুতে ভাগ করা যায়। নভেম্বর থেকে মার্চ শীত,জুন অবধি গ্রীষ্ম,জুলাই থেকে মধ্য সেপটেম্বর অব্ধি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্য বর্ষা। মধ্য সেপ্টেম্বর থেকে অক্টোবর অবধি বর্ষা পরবর্তী সময়।
ফিরোজপুর-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মাস | জানু | ফেব্রু | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টে | অক্টো | নভে | ডিসে | বছর |
সর্বোচ্চ °সে (°ফা) গড় | ১৯ (৬৬) |
২১ (৬৯) |
২৬ (৭৮) |
৩৪ (৯৪) |
৩৮ (১০১) |
৩৯ (১০৩) |
৩৪ (৯৪) |
৩৩ (৯১) |
৩৩ (৯২) |
৩২ (৮৯) |
২৬ (৭৯) |
২১ (৬৯) |
২৯٫৭ (৮৫٫৪) |
সর্বনিম্ন °সে (°ফা) গড় | ৭ (৪৪) |
৮ (৪৭) |
১৩ (৫৫) |
১৮ (৬৫) |
২৩ (৭৩) |
২৬ (৭৯) |
২৬ (৭৯) |
২৪ (৭৬) |
২৩ (৭৪) |
১৭ (৬৩) |
১১ (৫২) |
৭ (৪৫) |
১৬٫৯ (৬২٫৭) |
গড় অধঃক্ষেপণ মিমি (ইঞ্চি) | ২০ (০٫৮০) |
৪০ (১٫৫০) |
৩০ (১٫২০) |
২০ (০٫৮০) |
২০ (০٫৮০) |
৬০ (২٫৪০) |
২৩০ (৯٫০০) |
১৯০ (৭٫৪০) |
৯০ (৩٫৪০) |
১০ (০٫২০) |
১০ (০٫৫০) |
২০ (০٫৮০) |
৭৪০ (২৮٫৮) |
উৎস: [5] |
ফিরোজপুর বিধানসভা কেন্দ্র
ফিরোজপুর লোকসভা কেন্দ্রটি পাঞ্জাব রাজ্যের ১৩ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫২ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। ফিরোজপুর লোকসভা কেন্দ্রটি ৯ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত।[6] এগুলি হল-
- ফিরোজপুর শহর
- ফিরোজপুর গ্রামীণ
- গুরু হার সহাই
- জালালাবাদ
- ফাজিলকা
- আবোহর
- বালুয়ানা
- মালৌত
- মুক্তসর
ফিরোজপুর বিধানসভা কেন্দ্র বিজয়ী বর্তমান ও প্রাক্তন সংসদ
ফিরোজপুর বিধানসভা কেন্দ্র বিজয়ী বর্তমান সংসদ শিরোমণি অকালী দলের সদস্য সুখবীর সিং বাদল এবং এবং প্রাক্তন সংসদ ছিলেন শিরোমণি অকালী দলের সদস্য শের সিং ঘুবায়া।
তথ্যসূত্র
- "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।
- Population - Firozpur Online
- "ভারতের ২০০১ সালের আদম শুমারি"। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৬, ২০০৭।
- "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF)। Provisional Population Totals, Census of India 2011। সংগ্রহের তারিখ ২০১২-০৭-০৭।
- "Average Weather for Firozpur - Temperature and Precipitation"। The Weather Channel। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৫, ২০০৮।
- "List of Parliamentary & Assembly Constituencies"। Chief Electoral Officer, Punjab website।