ফাল্গুনী হামিদ
ফাল্গুনী হামিদ হচ্ছেন একজন বাংলাদেশী অভিনেত্রী, নাট্যকার, পরিচালক ও প্রযোজক। তিনি বাংলাদেশ শিশু একাডেমী এর পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন।[1]
ফাল্গুনী হামিদ | |
---|---|
শিক্ষা | এমএ (বাংলা) |
যেখানের শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেত্রী, নাট্যকার, পরিচালক ও প্রযোজক |
দাম্পত্য সঙ্গী | এম হামিদ |
সন্তান | তনিমা হামিদ |
কর্মজীবন
হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে বাংলাতে মাস্টার্স সম্পন্ন করেছেন।[1] হামিদ "বাংলার বানী"-এ সাংবাদিক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি ১৫ বছর ধরে সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন।[1] ১৯৭৮ সালে তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর অডিশনে শ্রোতা পাস করেন এবং থিয়েটার ট্রুপ "নাট্যচক্র" এ যোগ দেন।[2] তিনি ১৯৮০ এর দশকের টেলিভিশনের ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন।[2]
হামিদ বাংলাদেশের "টেলি রিয়েল লিমিটেড" এর স্বত্বাধিকারী, যেটি হচ্ছে বাংলাদেশের প্রথম প্রযোজনা সংস্থা।[2] তিনি নারী ও শিশু বিষয়ক ম্যাগাজিন "সীমন্তীনি" পত্রিকাটি পরিচালনা করেছিলেন।[1]
ব্যক্তিগত জীবন
এম হামিদকে বিয়ে করছিলেন হামিদ। একসঙ্গে তাদের একটি মেয়ে আছে তনিমা হামিদ।[3] তনিমা একজন টেলিভিশন এবং মঞ্চ অভিনেত্রী।[3]
২০১৪-এ, হামিদ আওয়ামী লীগ-এর মহিলাদের জন্য সংরক্ষিত একটি সংসদীয় আসনে মনোনয়ন চেয়েছিলেন।[4]
কর্ম
- বাউন্ডুলের আত্মকাহিনী[5]
পুরষ্কার
তথ্যসূত্র
- "Falguni Hamid appointed as director of Shishu Academy"। The Daily Star। জুন ১৯, ২০১০। সংগ্রহের তারিখ মার্চ ২৩, ২০১৬।
- Ershad Kamol (মার্চ ৫, ২০০৪)। "A dedicated couple in drama lane : An evening with M Hamid and Falguni Hamid"। The Daily Star। সংগ্রহের তারিখ মার্চ ২৩, ২০১৬।
- Ershad Kamol (মার্চ ১৫, ২০০৬)। "Falguni on daughter Tonima"। The Daily Star।
- "Shirin Sharmin, 300 others collect AL nomination forms"। The Daily Star। জানুয়ারি ১৭, ২০১৪। সংগ্রহের তারিখ মার্চ ২৩, ২০১৬।
- "An array of programmes on ATN Bangla"। The Daily Star। আগস্ট ২৬, ২০০৭। সংগ্রহের তারিখ মার্চ ২৩, ২০১৬।
- Abu Ahmed (মার্চ ২১, ২০১০)। "Hundred poets assemble in festival of colours"। The Daily Star। সংগ্রহের তারিখ মার্চ ২৩, ২০১৬।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ফাল্গুনী হামিদ (ইংরেজি)