ফাল্গুনী পাঠক
ফাল্গুনী পাঠক (গুজরাটি: ફાલ્ગુની પાઠક), জন্ম ১২/ মার্চ /১৯৬৪, তিনি একজন ভারতের বিখ্যাত গায়িকা। তিনি সাধারণত গুজরাতি সঙ্গীত গাওয়ার জন্যে খ্যাতিলাভ করেছেন। তার ব্যবসায়ীক জীবনের শুরু হয় ১৯৯৮ সালে।
ফাল্গুনী পাঠক | |
---|---|
![]() মুম্বাইতে গারবা ডান্ডিয়া অনুষ্ঠানে ফাল্গুনী পাঠক | |
জন্ম | |
অন্যান্য নাম | ডান্ডিয়া-রাণী |
পেশা | গায়িকা |
কার্যকাল | ১৯৯৮-বর্তমান |
ডিস্কোগ্রাফি
হিন্দি চলচ্চিত্র:
- ইয়াদ পিয়াকি আনে লাগি
- ইয়ে যামিন ও
কাহে মুরালিয়া
- আহা আহা- (না তুম জানো না হাম্)
- কান্হা তেরি বাসুরি (লীলা)
নিজস্ব অ্যালবাম:
- মেরি চুনার উড় উড় যায়ে
- দিল্ ঝুম ঝুম নাচে
- সাওয়ারিয়াঁ তেরি ইয়াদ মেইঁ
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.