ফারাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশন

ফারাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশন হল পশ্চিমবঙ্গ এর মুর্শিদাবাদ জেলার নবারুনে অবস্থিত একটি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র ।বিদ্যুৎ কেন্দ্রটি ১৯৮৬ সালে চালু হয় ।বর্তমানে এটির উৎপাদন ক্ষমতা ২১০০ মেগাওয়াড।এনটিপিসি দ্বারা এটি পরিচালিত হয়।বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট গুলির বিবরন

ধাপইউনিটের ক্রমিক সংখাউৎপাদন ক্ষমতাস্থাপনের তারিখ
প্রথম২০০জানুয়ারি ১৯৮৬
প্রথম২০০ডিসেম্বর ১৯৮৬
প্রথম২০০আগস্ট ১৯৮৭
প্রথম৫০০
দ্বিতীয়৫০০ফ্রেবুয়ারি ১৯৯৪
তৃতীয়৫০০এপ্রিল ২০১২
মোট২১০০
ফারাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশন
দেশ ভারত
অবস্থাননবারুন,মুর্শিদাবাদ,পশ্চিমবঙ্গ,ভারত
অবস্থাসক্রিয়
মালিকNTPC Limited 
পরিচালকএনটিপিসি
বিদ্যুৎ উত্পাদন
কর্মক্ষম একক৬ টি

কয়লা খনি

বিদ্যুত কেন্দ্রটিতে কয়লার যোগান দেয় ইস্টনার্স কোল লিমিটেড ।[1] রাজমহল কয়লা খনি থেকে এখানে কয়লা আনা হয়।[2] এছাড়া কিছু পরিমান উন্নতমানুর কয়ালা আমদানি করা হয় ইন্দনেশিয়া থেকে।এই কয়লা প্রথমে বড় জাহজে করে হলদিয়া বন্দর বা স্যান্ডহেড-এ আনা হয় এর পর জিন্দাল আইটিএফ সংস্থা বার্জ-এ কয়লা বহন করে জাতীয় জলপথ ১ দ্বারা হলদিয়া থেকে কয়লা ফারাক্কা বন্দর-এ পৌচ্ছানো হয়।এর পর কয়লা ফারাক্কা বিদ্যুৎ কেন্দ্রে যায়।[3]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Godda District Official website"Profile। Godda district administration। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৬
  2. "Raj Mahal Coal Mines"। Source Watch। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৬
  3. "Jindal ITF, Sula Shipping join hands for NTPC's Farakka trans-shipment project of coal"

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.