ফারজানা রিক্তা
ফারজানা রিক্তা হলেন একজন বাংলাদেশি মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা যিনি টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করে থাকেন।[1]
ফারজানা রিক্তা | |
---|---|
জাতীয়তা | বাংলাদেশি |
যেখানের শিক্ষার্থী | জগন্নাথ বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেত্রী, মডেল, উপস্থাপিকা |
পিতা-মাতা |
|
জীবনী
যশোর জেলার নজরুল ইসলাম ও মাহফুজা ইসলামের একমাত্র সন্তান রিক্তা।[2] তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ডিগ্রি লাভ করেছেন।[3][4]
অমিতাভ রেজা পরিচালিত গ্রামীণফোনের একটি বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন রিক্তা।[1][3] ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত কার্তুজ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে তার।[5] চলচ্চিত্রটি ছিল বাপ্পারাজ পরিচালিত প্রথম চলচ্চিত্র।[6][7] এরপর ২০১৬ সালে তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র একাত্তরের নিশান মুক্তি পায়।[1] ২০১৮ সালে তার অভিনীত তৃতীয় চলচ্চিত্র আলতা বানু মুক্তি পায়।[8][9]
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টেলিভিশনেও অভিনয় করেন তিনি। এছাড়া, বাংলাভিশনে স্টার ওয়ার্ল্ড ও গাজী টিভিতে এফএনএফ জার্নি শিরোনামের দুইটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন।[1]
চলচ্চিত্র তালিকা
বছর | চলচ্চিত্র |
---|---|
২০১৫ | কার্তুজ |
২০১৬ | একাত্তরের নিশান |
২০১৮ | আলতা বানু |
নির্বাচিত টিভি নাটক
নির্বাচিত বিজ্ঞাপন
তথ্যসূত্র
- "এই ভিজে মেঘের দুপুরে"। সমকাল। ২৬ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "এবার বানু চরিত্রে"। ইত্তেফাক। ১৯ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "নজরকাড়া রিক্তা"। রাইজিংবিডি.কম। ২৯ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "তিন বয়সের ফারজানা"। কালের কণ্ঠ। ৮ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "চমক নিয়ে আসছে কার্তুজ"। এনটিভি। ২৩ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "আমার ছবিতে অনেক কিছুই নেই"। প্রথম আলো। ৬ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "মার্চের শুরুতেই 'কার্তুজ'"। বাংলানিউজ২৪.কম। ১৯ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- ""Alta Banu" begins promotional campaign"। The Daily Star। ২৪ মে ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "Alta Banu to be released tomorrow"। Daily Sun। ১৮ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "Farzana Rikta in Mother's Day-themed TVC"। The Independent। ১২ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- "আ খ ম হাসানের 'বাপ বেটা ৪২০'"। রাইজিংবিডি.কম। ১৬ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ফারজানা রিক্তা (ইংরেজি)