ফারজানা রিক্তা

ফারজানা রিক্তা হলেন একজন বাংলাদেশি মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা যিনি টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করে থাকেন।[1]

ফারজানা রিক্তা
জাতীয়তাবাংলাদেশি
যেখানের শিক্ষার্থীজগন্নাথ বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেত্রী, মডেল, উপস্থাপিকা
পিতা-মাতা
  • নজরুল ইসলাম (পিতা)
  • মাহফুজা ইসলাম (মাতা)

জীবনী

যশোর জেলার নজরুল ইসলাম ও মাহফুজা ইসলামের একমাত্র সন্তান রিক্তা।[2] তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ডিগ্রি লাভ করেছেন।[3][4]

অমিতাভ রেজা পরিচালিত গ্রামীণফোনের একটি বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন রিক্তা।[1][3] ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত কার্তুজ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে তার।[5] চলচ্চিত্রটি ছিল বাপ্পারাজ পরিচালিত প্রথম চলচ্চিত্র।[6][7] এরপর ২০১৬ সালে তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র একাত্তরের নিশান মুক্তি পায়।[1] ২০১৮ সালে তার অভিনীত তৃতীয় চলচ্চিত্র আলতা বানু মুক্তি পায়।[8][9]

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টেলিভিশনেও অভিনয় করেন তিনি। এছাড়া, বাংলাভিশনে স্টার ওয়ার্ল্ডগাজী টিভিতে এফএনএফ জার্নি শিরোনামের দুইটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন।[1]

চলচ্চিত্র তালিকা

বছর চলচ্চিত্র
২০১৫ কার্তুজ
২০১৬ একাত্তরের নিশান
২০১৮ আলতা বানু

নির্বাচিত টিভি নাটক

  • ডন[10]
  • জলে ভেজা রং[10]
  • ব্যাচেলর.কম[10]
  • দুলাভাই জিন্দাবাদ[10]
  • টক অব দ্য টাউন[2]
  • ছোট বউ[2]
  • ক্যাট হাউজ[2]
  • বাপ বেটা ৪২০[11]

নির্বাচিত বিজ্ঞাপন

  • গ্রামীণফোন কলার টিউন[1]
  • আরএফএল চেয়ার[1]
  • আরএফএল ফিটিং পাইপ[1]
  • প্রাণ গ্রিন চিলি সস[1]
  • গ্রামীণফোন কনফিউশন[1]
  • সার্ফ এক্সেল[1]
  • বাংলাদেশ মেলামাইন[1]
  • প্রাণ ফ্রুটো জুস[1]
  • জুঁই নারিকেল তেল[1]
  • বাংলালায়ন ওয়াইম্যাক্স মডেম[1]
  • রিগাল ফার্নিচার[4]
  • এয়ারটেল[10]

উপস্থাপনা

তথ্যসূত্র

  1. "এই ভিজে মেঘের দুপুরে"সমকাল। ২৬ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯
  2. "এবার বানু চরিত্রে"ইত্তেফাক। ১৯ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯
  3. "নজরকাড়া রিক্তা"রাইজিংবিডি.কম। ২৯ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯
  4. "তিন বয়সের ফারজানা"কালের কণ্ঠ। ৮ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯
  5. "চমক নিয়ে আসছে কার্তুজ"এনটিভি। ২৩ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯
  6. "আমার ছবিতে অনেক কিছুই নেই"প্রথম আলো। ৬ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯
  7. "মার্চের শুরুতেই 'কার্তুজ'"বাংলানিউজ২৪.কম। ১৯ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯
  8. ""Alta Banu" begins promotional campaign"The Daily Star। ২৪ মে ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯
  9. "Alta Banu to be released tomorrow"Daily Sun। ১৮ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯
  10. "Farzana Rikta in Mother's Day-themed TVC"The Independent। ১২ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯
  11. "আ খ ম হাসানের 'বাপ বেটা ৪২০'"রাইজিংবিডি.কম। ১৬ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.