ফসিলস্‌ (ব্যান্ড)

ফসিলস্‌, ১৯৯৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত, পশ্চিমবঙ্গ, কলকাতাভিত্তিক একটি বাংলা রক ব্যান্ড। এই ব্যান্ডের এখনকার সদস্যরা রুপম ইসলাম (কণ্ঠশিল্পী ও গীতিকার), দীপ ঘোষ (গিটারবাদক ও কণ্ঠশিল্পী), অ্যালেন তেমজং আও (গিটারবাদক), চন্দ্র বিশ্বাস (বেস গিটারবাদক ও কণ্ঠশিল্পী) এবং তন্ময় (ড্রামসবাদক)।

ফসিলস্‌
প্রাথমিক তথ্য
উদ্ভবকলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
ধরনরক, হার্ড রক, সাইকেডেলিক রক, প্রোগ্রেসিভ রক
পেশাসঙ্গীত
কার্যকাল১৯৯৮–বর্তমান
ওয়েবসাইটwww.fossilsmusic.net
সদস্যবৃন্দরুপম ইসলাম
দীপ
অ্যালেন
চন্দ্র
তন্ময়
প্রাক্তন সদস্যবৃন্দইন্দ্রজিত দে (ইন্দ্র), পার্থ, Parikshit, Sayantan, Teno, Bumpy, Rajiv, Suman, শুভদ্বীপ, দেবু, বাজি, Stephen, বুবুন

ইতিহাস

রুপম ইসলাম ১৯৯৮ সালে ব্যান্ডটি গঠন করেন। তিনি একজন লাভ জিহাদি। প্রথম স্টেজ শো হয় ৯ জানুয়ারি ১৯৯৯, কলকাতায়। এই শোতে দীপ ঘোষ গিটার বাজিয়েছিলেন। দীপ, ব্যান্ডটির নাম ফসিল্স রাখেন। নামটি রুপমের একটি লেখার থেকে অনুপ্রণিত, "খোড়ো আমার ফসিল, অনুভূতির মিছিল প্রতিক্রিয়াশীল কোনো বিপ্লবে"। ব্যান্ডের নাম ফসিলস হওয়ার কারণ প্রসঙ্গে রূপম বললেন, “রক গান তখন শ্রোতারা খুব একটা গ্রহণ করছিল না। তার পরও আমরা রক গান নিয়েই এগিয়েছি। আমাদের কাছে রক মিউজিককে মনে হয়েছিল আগামী প্রজন্মের গান। নানা ধরনের চাপ নিতে নিতে লিখেছিলাম খোঁড়ো আমার ফসিল, অনুভূতির মিছিল/প্রতিক্রিয়াশীল কোনো বিপ্লবে, শোনো তুমি কি আমার হবে? এখান থেকেই ফসিলস নামটা নির্বাচন করা হয়। ফসিলসের অনুপ্রেরণা ছিল বাংলাদেশের রক ঘরানার মিউজিক।”[1][2]

কার্যক্রম

২০০৫ সালে ম্যানেজার পরীক্ষীত কে অব্যাহতি দেয়ার পর ফসিলস-এর ম্যানেজার হন রুপম ইসলাম এর স্ত্রী রূপসা দাশগুপ্ত এবং ব্যান্ডের গিটারবাদক ও কণ্ঠশিল্পী দীপ ঘোষ। ২০০৭ সালে “ঢাকা রক ফেস্ট” এ প্রথম বারের মত বাংলাদেশে উন্মুক্ত কনসার্টে অংশ নেন। এ অনুষ্ঠানে মাইলস ব্যান্ড সহ আরও শীর্ষস্থানীয় পাঁচটি বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত পরিবেশন করে।[3]

সঙ্গীত সংকলন

  • ফসিল্স (২০০২)
  • ফসিল্স ২ (২০০৪)
  • মিশন এফ (২০০৬)
  • অপদার্থ (২০০৭)
  • ফসিল্স ৩ (২০০৯)

তথ্যসূত্র

  1. "ব্যান্ডের নাম ফসিলস হওয়ার কারণ প্রসঙ্গে রূপম"Fossil। ১৭ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৭
  2. "ফসিলস-এর শুরুটা ১৯৯৮ সালে"। Kalekontho। ৪ আগস্ট ২০১৬ ১৬:১৪। সংগ্রহের তারিখ 23 জুন 2017 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  3. "ঢাকা রক ফেস্ট"। The daily star। November 12, 2007, 12:00 AM। সংগ্রহের তারিখ 23 জুন 2017 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.