প্রথম আপোল্লোদোতোস
প্রথম আপোল্লোদোতোস (গ্রিক: Ἀπολλόδοτος Α΄) একজন ইন্দো-গ্রিক শাসক ছিলেন, যিনি আনুমানিক খ্রিস্টপূর্ব ১৮০ থেকে খ্রিস্টপূর্ব ১৬০ পর্য্যন্ত পারোপামিসাদাই ও আরাখোশিয়া অঞ্চল শাসন করেন।
প্রথম আপোল্লোদোতোস | |
---|---|
ইন্দো-গ্রিক রাজা | |
![]() প্রথম আপোল্লোদোতোসের মুদ্রায় তাঁর প্রতিকৃতি | |
রাজত্বকাল | ?১৮০ খ্রিস্টপূর্বাব্দ - ?১৬০ খ্রিস্টপূর্বাব্দ |
পূর্বসূরি | আগাথোক্লেস দিকাইওস (পারোপামিসাদাই) পান্তালিওন (আরাখোশিয়া) |
উত্তরসূরি | দ্বিতীয় আন্তিমাখোস নিকেফোরোস |
রাজত্ব
উইলিয়াম উডথর্প টার্নের মতে, প্রথম আপোল্লোদোতোস ছিলেন গ্রিক-ব্যাক্ট্রিয় শাসক প্রথম দেমেত্রিওসের অন্যতম সেনাপতি ছিলেন, যদিও তিনি রাজপরিবারের সদস্য ছিলেন কি না সেই বিষয়ে টার্ন নিশ্চিত হতে পারেননি।[1] পেরিপ্লোউস তেস এরুথ্রাস থালাস্সেস (গ্রিক: Περίπλους τῆς Ἐρυθράς Θαλάσσης) নামক গ্রন্থে উত্তর-পশ্চিম ভারতে প্রথম আপোল্লোদোতোসের রাজত্বের উল্লেখ রয়েছে। [পা 1] দ্বিতীয় আন্তিমাখোস নিকেফোরোস তাঁর সমসাময়িক না পরবর্তী ইন্দো-গ্রিক শাসক ছিলেন, সেই বিষয়ে সন্দেহ রয়েছে।
মুদ্রা
ইন্দো-গ্রিক শাসকদের মধ্যে প্রথম আপোল্লোদোতোস প্রচলিত মুদ্রা সর্বাধিক আবিষ্কৃত হয়েছে। এই মুদ্রাগুলি বর্তমান ভারত ও পাকিস্তানের পাঞ্জাব, গুজরাট ও সিন্ধ অঞ্চলে খুজে পাওয়া গেছে, যার ফলে তাঁর রাজ্যের সীমা সম্বন্ধে ধারণা পাওয়া যায়। তিনি প্রচুর দ্বিভাষী হিন্দু ও বৌদ্ধ প্রতীক বিশিষ্ট হালকা ওজনের ভারতীয় মুদ্রার প্রচলন করেন, যার মধ্যে ষাঁড়, হাতী, বৌদ্ধ স্তূপ ইত্যাদির চিত্র মুদ্রিত থাকতে দেখা যায়।[3] এই মুদ্রাগুলির বেশির ভাগ রৌপ্য নির্মিত ও চতুর্ভুজাকৃতি বিশিষ্ট। এছাড়া তিনি কিছু মুদ্রা প্রচলন করেন, যার এক পিঠে ম্যাসিডনিয় টুপি পরিহিত তাঁর ছবি ও অপর পিঠে নিকের চিত্র খোদিত রয়েছে।
পাদটীকা
- To the present day ancient drachmae are current in Barygaza, coming from this country, bearing inscriptions in Greek letters, and the devices of those who reigned after Alexander, Apollodorus [sic] and Menander.-Periplus Chap. 47.[2]
তথ্যসূত্র
![]() |
উইকিমিডিয়া কমন্সে প্রথম আপোল্লোদোতোস সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- Tarn, William Woodthorpe (১৯৬৬)। The Greeks in Bactria and India (3rd সংস্করণ)। Cambridge: Cambridge University Press।
- Full text, Schoff's 1912 translation
- "The beginnings of Buddhist Art" Alfred Foucher, Plate I.
প্রথম আপোল্লোদোতোস ইন্দো-গ্রিক রাজ্য | ||
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী আগাথোক্লেস দিকাইওস (পারোপামিসাদাই) |
ইন্দো-গ্রিক শাসক ?১৮০ খ্রিস্টপূর্বাব্দ - ?১৬০ খ্রিস্টপূর্বাব্দ |
উত্তরসূরী দ্বিতীয় আন্তিমাখোস নিকেফোরোস |
পূর্বসূরী পান্তালিওন (আরাখোশিয়া) |