পান্তালিওন
পান্তালিওন (গ্রিক: Πανταλέων) একজন ইন্দো-গ্রিক শাসক ছিলেন, যিনি আনুমানিক খ্রিস্টপূর্ব ১৯০ থেকে খ্রিস্টপূর্ব ১৮০ পর্য্যন্ত আরাখোশিয়া অঞ্চল শাসন করেন।
পান্তালিওন | |
---|---|
ইন্দো-গ্রিক রাজা | |
![]() পান্তালিওনের মুদ্রা | |
রাজত্বকাল | খ্রিস্টপূর্ব ১৯০ - খ্রিস্টপূর্ব ১৮০ |
পূর্বসূরি | প্রথম দেমেত্রিওস |
উত্তরসূরি | প্রথম আপোল্লোদোতোস |
সংক্ষিপ্ত পরিচিতি
পান্তালিওন একজন ইন্দো-গ্রিক শাসক ছিলেন যিনি আনুমানিক খ্রিস্টপূর্ব ১৯০ থেকে খ্রিস্টপূর্ব ১৮০ পর্য্যন্ত আরাখোশিয়া অঞ্চল শাসন করেন। তিনি গ্রিক-ব্যাক্ট্রিয় শাসক প্রথম দেমেত্রিওসের উত্তরাধিকারী অথবা সামন্ত ছিলেন এবং পারোপামিসাদাই অঞ্চলের ইন্দো-গ্রিক শাসক আগাথোক্লেস দিকাইওসের সমসাময়িক ছিলেন। তিনি প্রথম ইন্দো-গ্রিক শাসক ছিলেন, যিনি ব্রোঞ্জ ধাতুর তৈরী অসমঞ্জস ভারতীয় মুদ্রা চালু করেন। তার বেশ কিছু মুদ্রা নিকেল ধাতু দ্বারা নির্মিত ছিল।[1][2]
তথ্যসূত্র
![]() |
উইকিমিডিয়া কমন্সে পান্তালিওন সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
পান্তালিওন ইন্দো-গ্রিক রাজ্য (আরাখোশিয়া) | ||
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী প্রথম দেমেত্রিওস |
ইন্দো-গ্রিক শাসক ?খ্রিস্টপূর্ব ১৯০ - ?খ্রিস্টপূর্ব ১৮০ |
উত্তরসূরী প্রথম আপোল্লোদোতোস |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.