পোলীয় ফুটবল এসোসিয়েশন

পোলীয় ফুটবল এসোসিয়েশন (পোলীয়: Polski Związek Piłki Nożnej; পিজেডপিএন) হচ্ছে পোল্যান্ডের ফুটবল পরিচালনা কমিটি। এটি পোলীয় ফুটবল লীগগুলো (একস্ত্রাকলাশা ছাড়া), পোলীয় কাপ এবং পোল্যান্ড জাতীয় ফুটবল দলকে সংগঠিত করে। এটির সদর দপ্তর পোল্যান্ডের রাজধানী ওয়ারশে অবস্থিত।

পোলীয় ফুটবল এসোসিয়েশন
উয়েফা
প্রতিষ্ঠাকাল২০ ডিসেম্বর ১৯১৯ (1919-12-20)[1]
ফিফা কর্তৃক অনুমোদন২০ এপ্রিল ১৯২৩ (1923-04-20)
উয়েফা অনুমোদন মার্চ ১৯৫৫ (1955-03-02)
সভাপতিজবিয়নিউ বোনিক
ওয়েবসাইটpzpn.pl

ইতিহাস

পূর্বে অস্ট্রীয় ফুটবল ইউনিয়নের অংশ ছিল স্বায়ত্তশাসিত পোলিশ ফুটবল ইউনিয়ন (পিএফইউ); এ থেকে বিচ্ছিন্ন হয়ে ১৯১৯ সালের ২০শে ডিসেম্বর তারিখে সম্পূর্ণ স্বাধীন ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছিল। পিএফইউ লুভুতে ১৯১১ সালের ২৫শে জুন তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল।[2] ১৯১১ এবং ১৯১৯-এর মধ্যে পোল্যান্ডের জাতীয় দল জার্নি লুয়ের স্টেডিয়ামে তিনটি খেলা খেলেছিল। দলটি মূলত লুভু শহরের খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত হয়েছিল।

২০০৮ সালের সেপ্টেম্বরে, পিএজেডপিএনের নেতৃত্বকে "ধারাবাহিকভাবে এবং সুস্পষ্টরূপে তার বিধিমালার লঙ্ঘন করার জন্য" পোলীয় অলিম্পিক কমিটি স্থগিত করেছিল।[3] এক বছর আগে, পোলীয় ক্রীড়া মন্ত্রকও পিজেডপিএনের দুর্নীতির সমাধানের চেষ্টা করেছিল, তবে ফিফার দ্বারা স্থগিতের হুমকি দেওয়া হয়েছিল, যা কোনও প্রকারের সরকারি হস্তক্ষেপকে নিষিদ্ধ করেছে।[4] ৩০শে অক্টোবর ২০০৮ সালে গ্রজেগোর্স লাটো পিজেপিএন-এর সভাপতি হন। ২৬শে অক্টোবর ২০১২ সালে, ১১৮ জন প্রতিনিধিদের কাছ থেকে ৬১টি ভোট পেয়ে জিবিনউভ বোনিয়েক সভাপতি নির্বাচিত হয়েছিলেন।[5] এই ফুটবল এসোসিয়েশন ২০১৯ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সময় তার শতবর্ষ পূরণ করে।

তথ্যসূত্র

  1. "History"Polish Football Association। ২০ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৫
  2. Korzachenko, Yuri (২০১০-০১-১২)। Колиска українського футболу [Cradle of Ukrainian football] (Ukrainian ভাষায়)। Football Federation of Ukraine।
  3. "Administrator taking over scandal-hit Polish federation"AFP। ২৯ সেপ্টেম্বর ২০০৮। ২০ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  4. Slowikowska, Karolina (২০০৮-০৯-৩০)। "Polish FA suspended over corruption issues"Reuters
  5. "Boniek becomes new head of Polish FA"Sports IllustratedAssociated Press। ২০১২-১০-২৬।

বহিঃসংযোগ

উইকিমিডিয়া কমন্সে পোলীয় ফুটবল এসোসিয়েশন সম্পর্কিত মিডিয়া দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.