পেজমান মোন্তাজেরী
পেজমান মোন্তাজেরী (ফার্সি: پژمان منتظری, জন্ম: ৬ সেপ্টেম্বর ১৯৮৩) হলেন একজন ইরানী পেশাদার ফুটবলার, যিনি ইরানী ক্লাব এস্তেঘলাল এবং ইরান জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[1]
ব্যক্তিগত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | পেজমান মোন্তাজেরী | ||||||||||||
জন্ম | ৭ নভেম্বর ১৯৮৩ | ||||||||||||
জন্ম স্থান | আহভাজ, ইরান | ||||||||||||
উচ্চতা | ১.৮৪ মিটার (৬ ফুট ১⁄২ ইঞ্চি) | ||||||||||||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||||
বর্তমান ক্লাব | এস্তেঘলাল | ||||||||||||
জার্সি নম্বর | ৩৩ | ||||||||||||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||||||||||||
২০০১–২০০৪ | ফুলাদ | ||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||||||||||||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† | ||||||||||
২০০৪–২০০৭ | ফুলাদ | ৮১ | (৬) | ||||||||||
২০০৭–২০১৪ | এস্তেঘলাল | ২০৯ | (১০) | ||||||||||
২০১৪–২০১৫ | উম সালাল | ৩৯ | (২) | ||||||||||
২০১৫–২০১৭ | আল আহলি | ৩১ | (১) | ||||||||||
২০১৭– | এস্তেঘলাল | ১৬ | (০) | ||||||||||
জাতীয় দল‡ | |||||||||||||
২০০৫–২০০৬ | ইরান অনূর্ধ্ব-২৩ | ৮ | (১) | ||||||||||
২০০৭– | ইরান | ৪৬ | (১) | ||||||||||
সম্মাননা
| |||||||||||||
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
ক্যারিয়ার পরিসংখ্যান
ব্যক্তিগত জীবন
তার ভাই, নাদার মোন্তাজেরী ইরান জাতীয় রাগবি ইউনিয়ন দলের হয়ে খেলেন এবং তার চাচাতো ভাই, রুজবেহ মাদাদী ইরান জাতীয় ফুটবল একাডেমীর কোচের দায়িত্ব পালন করেন।
সম্মাননা
ক্লাব
- ফুলাদ
- ইরান প্রো লীগ (১): ২০০৪–০৫
- এস্তেঘলাল
- ইরান প্রো লীগ (২): ২০০৮–০৯, ২০১২–১৩
- হাজফি কাপ (3): ২০০৭–০৮, ২০১১–১২, ২০১৬–১৭
ব্যক্তিগত
- ইরান ফুটবল ফেডারেশন পুরস্কার মৌসুমের সেরা খেলোয়াড়: ২০১২–১৩ (তৃতীয় স্থান)
তথ্যসূত্র
- "Umm Salal Fan Thread"। PersianFootball.com। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৪।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে পেজমান মোন্তাজেরী সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- National-Football-Teams.com-এ পেজমান মোন্তাজেরী (ইংরেজি)
- Pejman Montazeri at PersianLeague.com
- Montazeri officially separates from Esteghlal
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.