পূজা শর্মা

পূজা শর্মা (জন্মঃ ১৯৮৯ সাল, নয়া দিল্লী)[1] হলেন একজন ভারতীয় মডেল এবং অভিনেত্রী।২০১৩ সালে প্রচারিত তিনি পৌরাণিক টিভি শো মহাভারতের দ্রৌপদী (পাঞ্চালী) চরিত্রের জন্য জানা যায়।

পূজা শর্মা
মহাভারতে দ্রৌপদী চরিত্রে
জন্ম১২ই জুলাই, ১৯৮৯ সাল।
নয়া দিল্লী, ভারত
জাতীয়তাভারতীয়
পেশাউপস্থাপক, মডেল, অভিনেত্রী
কার্যকাল২০০৬ সাল
পরিচিতির কারণমহাভারত (টিভি সিরিজ)-এ দ্রৌপদী (পাঞ্চালী) চরিত্র।
উপাধিফেমিনা মিস ইন্ডিয়া ২০০৬ (সেরা ১০ প্রতিদ্বন্দ্বী)

প্রাথমিক জীবন এবং কর্মজীবন

পূজা দিল্লীতে বেড়েউঠেন। তিনি অভিনয় করতে পছন্দ করতেন এবং মডেলিংয়ের চেয়ে শিল্পকলায় বেশি মনোযোগ দেন। কলেজে থাকাকালীন সময়ে ভারতের দুরদর্শন টিভিতে তিনি খেলাধুলা-সংক্রান্ত টক-শোতে মনোনীত হন। তিনি ভেবেছিলেন তিনি শোতে ওতটা ভালো করতে পারছেন না, অতঃপর কেউ একজনের পরামর্শে তিনি উপস্থাপনা শুরু করেন। কিছুকাল ঝুম (টিভি)তে অডিশন দেয়া শুরু করেন।

টেলিভিশন

  • ২০১২ "তেরি মেরি লাভ স্টোরিজ" - সিয়া ভেল হিসেবে।
  • ২০১৩–২০১৪ সাল "মহাভারত (টিভি সিরিজ)" - দ্রৌপদী চরিত্রে।
  • ২০১৪ সাল "আজব গজব ঘর জামাই" লক্ষ্মী চরিত্রে (বিশেষ অতিথি, গুরু পূর্ণিমার জন্য।)
  • ২০১৫ সাল "দোস্তি... ইয়ারিয়া... মনমর্জিয়া" - নিজেই (বিশেষ অতিথি)।
  • ২০১৭ সাল মহাকালী– আন্থ হি আরম্ভ হ্যায় -মহাকালী চরিত্রে / পার্বতী চরিত্রে / সতী চরিত্রে /দেবী অম্বিকা চরিত্রে / ত্রিপুরসুন্দরী[2][3]
  • ২০১৭ সাল শনি- মহাকালী চরিত্রে।

পুরষ্কার

সালকাজপুরষ্কারবিষয়শ্রেণীফলাফল
২০১৪ মহাভারত (টিভি সিরিজ) স্টার পরিবার পুরষ্কার পায়েল নায়ি সোচ কি বিজয়ী[4]

তথ্যসূত্র

  1. "Pooja Sharma"Bollywood Bindass। সংগ্রহের তারিখ জুলাই ২৩, ২০১৬
  2. "Mahakali promo: Pooja Sharma of Mahabharat fame is back as the fierce Goddess and it's INCREDIBLE!"। Bollywoodlife।
  3. "Pooja Sharma to play the title role in Siddharth Kumar Tewary's 'Mahakali'"। Times of India।
  4. "Star parivaar award winner list"

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.