পুলিশ প্রধান
পুলিশ প্রধান হচ্ছেন পুলিশের একজন বিশেষ কর্মকর্তা বা বিশেষ করে উত্তর আমেরিকাতে পুলিশ বিভাগের কমান্ডার চেইনে নির্বাচিত একজন ব্যক্তি। একজন পুলিশ প্রধানকে পুলিশ প্রধান হিসেবে বা কখনও কখনও শুধু একজন প্রধান হিসেবেও পরিচয় প্রদান করা যেতে পারে, তবে কিছু দেশে কমিশনার বা প্রধান কনস্টেবলের মতো বেশ কয়েকটি উপাধিতেও সম্বোধন করা হয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান শেরিফ নির্বাচিত হওয়ার মাধ্যমে একজন পুলিশ প্রধানকে জাতীয় বা স্থানীয় সরকার দ্বারা নিয়োগ ও জবাবদিহি করা হয়ে থাকে।
উল্লেখযোগ্য কর্মিবৃন্দ
ফোর্ট ওয়ার্থ টেক্সাস সিটি মার্শাল জিম কোর্টাইট (১৮৭৬–১৯৭৯) এল পাসো টেক্সাস সিটি মার্শাল ডালাস স্টোডেনমিয়ার ১৮৮১–১৮৮২ অস্টিন সিটি মার্শাল বেন থম্পসন ১৮৮১–১৮৮২ নিউ অরলিন্স সুপারিনটেনডেন্ট / পুলিশ প্রধান ডেভিড হেনেসি ১৮৮৯–১৮৯০ এনওয়াইপিডির কমিশনার থিওডোর রুজভেল্ট ১৮৯৪ এনওয়াইপিডি সুপারিনটেনডেন্ট / পুলিশ প্রধান উইলিয়াম এস দেভারি ১৮৯৮–১৯০২ ওকলাহোমা সিটি পুলিশ প্রধান বিল তিলগাঁও ১৯১১–১৯২১
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.