পুরসভা (ভারত)
ভারতে পুরসভা বা পৌরসভা হল একটি নগরাঞ্চলীয় স্বায়ত্ত্বশাসন সংস্থা। ১ লক্ষ বা তার বেশি জনসংখ্যা-বিশিষ্ট শহরগুলিতে পুরসভা গঠন করা যায়। এটি প্রশাসনিকভাবে সংশ্লিষ্ট জেলার অংশ হলেও সরাসরিভাবে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারে। ১৯৯২ সালের ৭৪তম সংবিধান সংশোধনী আইনে পুরসভাগুলির দায়িত্ব ও কর্তব্য সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
![]() |
---|
এই নিবন্ধটি ভারতের রাজনীতি ও সরকার ধারাবাহিকের অংশ |
|
নির্বাচন নির্বাচন কমিশন:
|
রাজনৈতিক দল |
স্থানীয় ও রাজ্য সরকার |
|
সংবিধান
পুরসভার সদস্যরা শহরের জনসাধারণ কর্তৃক প্রত্যক্ষভাবে পাঁচ বছরের মেয়াদে নির্বাচিত হন। পুরসভাগুলি জনসংখ্যার ভিত্তিতে একাধিক ওয়ার্ডে বিভক্ত থাকে। এক এক জন পুরপ্রতিনিধি এক-একটি ওয়ার্ড থেকে নির্বাচিত হন। নির্বাচিত প্রতিনিধিরা নিজেদের মধ্যে থেকে একজন প্রতিনিধিকে পুরপ্রধান হিসেবে নির্বাচিত করেন। সরকারি আধিকারিকরা তাদের কাজে সহায়তা করেন।
ভারতীয় প্রজাতন্ত্র | |||||||||||||||||||||||||||||||||
রাজ্য | কেন্দ্রশাসিত অঞ্চল | ||||||||||||||||||||||||||||||||
প্রশাসনিক বিভাগ | |||||||||||||||||||||||||||||||||
জেলা | |||||||||||||||||||||||||||||||||
সমষ্টি উন্নয়ন ব্লক (পঞ্চায়েত সমিতি) | পৌরসংস্থা (মিউনিসিপ্যাল কর্পোরেশন) | পুরসভা (মিউনিসিপ্যালিটি) | নগর পঞ্চায়েত (নোটিফায়েড এরিয়া) | ||||||||||||||||||||||||||||||
গ্রাম পঞ্চায়েত (গ্রাম) | ওয়ার্ড | ||||||||||||||||||||||||||||||||
কাজ
পুরসভাগুলি শহরের জল সরবরাহ, হাসপাতাল, রাস্তা, রাস্তার আলো, নিকাশী নালা, দমকল, বাজার, জন্ম ও মৃত্যু নথিবদ্ধকরণ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে।
আয়ের উৎস
পুরসভার আয়ের উৎস হল জল, বাড়ি, বাজার, বিনোদন ও যানবাহনের উপর আরোপিত কর এবং রাজ্য সরকারের অনুদান।
আরও দেখুন
- পৌরসভা
- পশ্চিমবঙ্গের পুরসভার তালিকা
- ভারতের পৌর প্রশাসন
- ভারতের পৌরসংস্থাগুলির তালিকা
তথ্যসূত্র
- Our Civic Life (Civics and Administration) Maharashtra State Bureau of Textbook Production and Curriculum Research, Pune
টেমপ্লেট:Local government in India