পুরসভা (ভারত)

ভারতে পুরসভা বা পৌরসভা হল একটি নগরাঞ্চলীয় স্বায়ত্ত্বশাসন সংস্থা। ১ লক্ষ বা তার বেশি জনসংখ্যা-বিশিষ্ট শহরগুলিতে পুরসভা গঠন করা যায়। এটি প্রশাসনিকভাবে সংশ্লিষ্ট জেলার অংশ হলেও সরাসরিভাবে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারে। ১৯৯২ সালের ৭৪তম সংবিধান সংশোধনী আইনে পুরসভাগুলির দায়িত্ব ও কর্তব্য সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

এই নিবন্ধটি
ভারতের রাজনীতি ও সরকার
ধারাবাহিকের অংশ

ভারত প্রবেশদ্বার

সংবিধান

পুরসভার সদস্যরা শহরের জনসাধারণ কর্তৃক প্রত্যক্ষভাবে পাঁচ বছরের মেয়াদে নির্বাচিত হন। পুরসভাগুলি জনসংখ্যার ভিত্তিতে একাধিক ওয়ার্ডে বিভক্ত থাকে। এক এক জন পুরপ্রতিনিধি এক-একটি ওয়ার্ড থেকে নির্বাচিত হন। নির্বাচিত প্রতিনিধিরা নিজেদের মধ্যে থেকে একজন প্রতিনিধিকে পুরপ্রধান হিসেবে নির্বাচিত করেন। সরকারি আধিকারিকরা তাদের কাজে সহায়তা করেন।

ভারতীয় প্রজাতন্ত্র
রাজ্যকেন্দ্রশাসিত অঞ্চল
প্রশাসনিক বিভাগ
জেলা
সমষ্টি উন্নয়ন ব্লক
(পঞ্চায়েত সমিতি)
পৌরসংস্থা
(মিউনিসিপ্যাল কর্পোরেশন)
পুরসভা
(মিউনিসিপ্যালিটি)
নগর পঞ্চায়েত
(নোটিফায়েড এরিয়া)
গ্রাম পঞ্চায়েত
(গ্রাম)
ওয়ার্ড

কাজ

পুরসভাগুলি শহরের জল সরবরাহ, হাসপাতাল, রাস্তা, রাস্তার আলো, নিকাশী নালা, দমকল, বাজার, জন্ম ও মৃত্যু নথিবদ্ধকরণ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে।

আয়ের উৎস

পুরসভার আয়ের উৎস হল জল, বাড়ি, বাজার, বিনোদন ও যানবাহনের উপর আরোপিত কর এবং রাজ্য সরকারের অনুদান।

আরও দেখুন

তথ্যসূত্র

  • Our Civic Life (Civics and Administration) Maharashtra State Bureau of Textbook Production and Curriculum Research, Pune

টেমপ্লেট:Local government in India

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.