পিটার নরভিগ
পিটার নরভিগ (ইংরেজি: Peter Norvig) একজন মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। তিনি গুগল ইনকর্পোরেটেড কোম্পানির বর্তমান গবেষণা পরিচালক (Director of Research) ও প্রাক্তন অনুসন্ধান মানের পরিচালক (Director of Search Quality)।

স্টুয়ার্ট রাসেলের সাথে লেখা নরভিগের Artificial Intelligence: A Modern Approach পাঠ্যপুস্তকটি বর্তমানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ বিষয়ক আদর্শ পাঠ্যপুস্তক। নরভিগ নাসার কম্পিউটেশনাল সাইন্সেস বিভাগের প্রধান ছিলেন। এছাড়া তিনি সান মাইক্রোসিস্টেম্স-এও একজন সিনিয়র বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন।
নরভিগ ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে স্নাতক ও ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলি থেকে কম্পিউটার বিজ্ঞানে পিএইচডি ডিগ্রী লাভ করেন। তিনি ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়া-তে অধ্যাপনা করেন এবং বার্কলিতে গবেষণা শিক্ষক ছিলেন। কম্পিউটার বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাভাবিক ভাষা প্রক্রিয়াকরণ ও সফটোওয়্যার প্রকৌশলের উপর তার প্রায় ৫০টির মত গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
২০০৬ সালে নরভিগ অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি (এসিএম)-এর ফেলো নির্বাচিত হন।
নরভিগের লেখা গ্রন্থাবলি
- Artificial Intelligence: A Modern Approach
- Paradigms of AI Programming: Case Studies in Common Lisp
- Verbmobil: A Translation System for Face-to-Face Dialog
- Intelligent Help Systems for UNIX.
বহিঃসংযোগ
- পিটার নরভিগের ওয়েব হোমপেজ
- The Prospects for AI, ২০০৫ সালে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর একটি প্যানেল আলোচনা যাতে পিটার অংশ নেন।
- Teach Yourself Programming in Ten Years, নতুন প্রোগ্রামারদেরকে পিটারের পরামর্শ