পারটেক্স সুগার মিলস লিমিটেড

পারটেক্স সুগার মিলস লিমিটেড বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান।[3] এটি বাংলাদেশের অন্যতম প্রধান একটি চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠান;[4] স্থানীয় বাজারে এই কোম্পানির পণ্যটি পারটেক্স সুগার (Partex Sugar) নামে প্রচলিত।[5]

পারটেক্স সুগার মিলস লিমিটেড
Partex Sugar Mills Limited
স্থানীয় নাম
পারটেক্স সুগার মিলস
বেসরকারি
শিল্পচিনি শিল্প
প্রতিষ্ঠাকাল২০০৪ (2004)
সদরদপ্তররূপগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
প্রধান ব্যক্তি
এমএ হাসেম, চেয়ারম্যান[1]
শওকত আজিজ, ব্যবস্থাপনা পরিচালক[2]
পণ্যসমূহচিনি
মালিকপারটেক্স গ্রুপ
মূল প্রতিষ্ঠানপারটেক্স ডেনিম
আম্বার ডেনিম
পারটেক্স বোর্ড
ওয়েবসাইটpartexgroup.com

অবস্থান

বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় এই শিল্প কমপ্লেক্সটি অবস্থিত।

ইতিহাস

২০০৪ সালে এই শিল্প প্রতিষ্ঠানটি স্থাপিত হয়।[1]

অবকাঠামো

এই বৃহদায়তন শিল্প-কমপ্লেক্সটি চিনি পরিশোধন কারখানা, বর্জ্য পরিশোধনাগার, অফিস ও আবাসন ভাবনের সমন্বয়ে গঠিত।

উৎপাদন ক্ষমতা

এই মিলটি আমদানীকৃত র' সুগার থেকে দৈনিক ১,৫০০ মে. টন এবং বার্ষিক ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন পরিশোধিত চিনি উৎপাদনে সক্ষম।[6]

উৎপাদিত পণ্য

অন্যান্য রিফাইনারী প্রতিষ্ঠানের মতো পারটেক্স সুগার মিলস-ও বিদেশ থেকে অপরিশোধিত চিনি ('র সুগার) আমদানী করে তা পরিশোধন (রিফাইন্ড) করে প্যাকেটজাত করার মাধ্যমে বাজারজাত করে থাকে।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Partex Sugar Mills receives largest consortium loan-10 financial institutions arrange Tk 290cr"Daily News Monitoring Service, ২০ সেপ্টেম্বর ২০০৪ (ইংরেজীতে)। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৫
  2. "পারটেক্স সুগার মিলসের এমডিকে দুদকে জিজ্ঞাসাবাদ"দৈনিক ইত্তেফাক, ১০ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৫
  3. "রাষ্ট্রায়ত্ত ১৫ চিনিকলে লোকসান ৫২৮ কোটি ২৭ লাখ টাকা"দৈনিক নয়া দিগন্ত, ১৯ সেপ্টেম্বর ২০১৪। ৩০ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৫
  4. "বাজারে অস্থিতিশীলতা রোধে চিনি আমদানিতে কোটা"দৈনিক বণিক বার্তা, ২৫ মার্চ ২০১৫। ২০১৫-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৫
  5. "কোম্পানি প্রোফাইল"পারটেক্স গ্রুপ, ২০০৯। ২১ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৫
  6. "চিনি রপ্তানির তোড়জোড়"দৈনিক যায় যায় দিন। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৫

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.