পায়ু

পায়ু বা পায়ুপথ হচ্ছে মুখ থেকে শুরু হওয়া কোন প্রানীর পরিপাকতন্ত্রের শেষ অংশ। কার্যকারণে এটা মুখের ঠিক উলটো। এর কাজ হচ্ছে মুখ দিয়ে গৃহীত খাদ্যবস্তুর পরিপাকের পরে কঠিন, অর্ধকঠিন ইত্যাদি অপাচ্য অংশ প্রাণীর শরীর থেকে বের করে দেওয়া।[1]

পায়ু
Formation of anus in proto- and deuterostomes
বিস্তারিত
অগ্রদূতProctodeum
তন্ত্রAlimentary, sometimes reproductive
ধমনীInferior rectal artery
শিরাInferior rectal vein
স্নায়ুInferior rectal nerves
লসিকাSuperficial inguinal lymph nodes
শনাক্তকারী
লাতিনAnus
টিএA05.7.05.013
এফএমএFMA:15711
শারীরস্থান পরিভাষা

গঠন

পায়ু হচ্ছে পরিপাকতন্ত্রের সর্বশেষ অঙ্গ। আমরা জানি পরিপাকতন্ত্রের প্রধান কাজ হলো খাদ্য পরিপাক করা। আমরা মুখ দিয়ে খাদ্যবস্তু গ্রহণ করি। খাদ্য অন্ননালী থেকে পাকস্থলীতে প্রবেশ করে। বিভিন্ন এনজাইম খাদ্য পরিপাকে অংশ নেয়। এনজাইম সক্রিয় হলে পরিপাকতন্ত্র সুস্থ থাকে। খাদ্যবস্তু বিভিন্ন এনজাইমএর ফলে দেহে শোষিত হতে থাকে এবং তা ঘটে ক্রমান্বয়ে পাকস্থলী, ক্ষুদ্রান্ত ও বৃহদান্ত্রতে। মানুষের বর্জ্য পদার্থ যা আর দেহে শোষিত হতে পারে না তাকে মল বলে। পায়ুপথ দিয়ে মল এই মল বের হয়। মল ত্যাগ করলে শরীরের বর্জ্য পদার্থ বের হয়ে যায়।পরিপাকতন্ত্রে পায়ুর গুরুত্ব অপরিসীম।

তথ্যসূত্র

  1. Chin, K.; Erickson, G.M.; ও অন্যান্য (১৯৯৮-০৬-১৮)। "A king-sized theropod coprolite"Nature393 (6686): 680। doi:10.1038/31461 Summary at Monastersky, R. (১৯৯৮-০৬-২০)। "Getting the scoop from the poop of T. rex"Science News। Society for Science &#38। 153 (25): 391। doi:10.2307/4010364জেস্টোর 4010364
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.