পানিপথ (চলচ্চিত্র)

পানিপথ ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় হিন্দি ভাষার ঐতিহাসিক চলচ্চিত্র যেটি আশুতোষ গোয়ারিকর পরিচালনা করেছেন।[1] চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অর্জুন কাপুর , সঞ্জয় দত্ত এবং কৃতি শ্যানন[2] চলচ্চিত্রটি ২০১৯ সালের ৬ ডিসেম্বর মুক্তি পায়।[3]

পানিপথ
পানিপথ চলচ্চিত্রের পোস্টার
পরিচালকআশুতোষ গোয়ারিকর
প্রযোজকসুনীতা গোয়ারিকর
রোহিত শেলাতকর
উৎসপানিপথের তৃতীয় যুদ্ধ
শ্রেষ্ঠাংশেঅর্জুন কাপুর
সঞ্জয় দত্ত
কৃতি শ্যানন
সুরকারঅজয়-অতুল
প্রযোজনা
কোম্পানি
আশুতোষ গোয়ারিকর প্রোডাকশনস
পরিবেশকভিশন ওয়ার্ল্ড ফিল্মস
মুক্তি
  •  ডিসেম্বর ২০১৯ (2019-12-06)
দৈর্ঘ্য৩ ঘণ্টা ৩০ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়২০০ কোটি রুপি

অভিনয়ে

নির্মাণ

চলচ্চিত্রটি অস্কার মনোনীত এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক আশুতোষ গোয়ারিকর কর্তৃক পরিচালিত হচ্ছে। জাতীয় পুরস্কার বিজয়ী শিল্প পরিচালক নীতিন চন্দ্রকান্ত দেশাই এনজি স্টুডিওজ, কারজাতে শনিবার ওয়াদা পুনর্নির্মাণ করছেন।[4] নীতা লুলা চলচ্চিত্রটির জন্য পোশাক ডিজাইন করছেন।[5] ২০১৮ সালের অক্টোবরের শুরুতে প্রবীণ অভিনেত্রী পদ্মিনী কোলহাপুরী চলচ্চিত্রটির অভিনয়শিল্পী হিসেবে যুক্ত হন।[6]

২০১৮ সালের ৩০ নভেম্বর আশুতোষ গোয়ারিকর এবং চলচ্চিত্রেএ অন্যান্য অভিনয়শিল্পীরা চলচ্চিত্রটির মূল চিত্রগ্রহণ শুরুর বিষয়টি টুইট করেন। চলচ্চিত্রটির একটি প্রমোশনাল পোস্টার মুক্তি দেওয়া হয় তখন।[7]

সঙ্গীত

পানিপথ
অজয়-অতুল কর্তৃক সাউন্ডট্র‍্যাক
মুক্তির তারিখ২০১৯
ঘরানাফিচার ফিল্ম সাউন্ডট্র‍্যাক
সঙ্গীত প্রকাশনীসনি মিউজিক ইন্ডিয়া
প্রযোজকঅজয়-অতুল

অজয়-অতুল এই চলচ্চিত্রটির গানে সুর করেছেন। চলচ্চিত্রটির গান লিখেছেন জাভেদ আখতার[8][9]

মুক্তি

চলচ্চিত্রটির প্রথম টিজার পোস্টার ১৫ মার্চ ২০১৮ তারিখে মুক্তি পায়।[10] চলচ্চিত্রটি ২০১৯ সালের ৬ ডিসেম্বর মুক্তি পাবে।

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.