পানিকাটা পাখি
লম্বা ঠোট, লম্বা গলা ও লম্বা গলাবিশিষ্ট যেসব পাখি পানি কেটে বা পানি ভেঙে চলাচল করে তাদেরকে পানিকাটা পাখি বলে।[1] ইংরেজিতে এদের বলে wading birds; উত্তর আমেরিকায় এদের ডাকা হয় shorebirds নামে। অধিকাংশ পানিকাটা পাখিই কারাড্রিফর্মিস বর্গের অন্তর্ভুক্ত। এছাড়া বক, হাড়গিলা, মদনটাক, শামুকখোল, কাস্তেচরা প্রভৃতি পাখিও পানিকাটা পাখি নামে পরিচিত। মূলত উপকূল, নদীতীর, জলাভূমি, তৃণভূমি, বালুময় চর ও কাদাভূমিতে এদের দেখা যায়।
পানিকাটা পাখি | |
---|---|
![]() | |
Semipalmated Sandpiper (Calidris pusilla) | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পক্ষী |
বর্গ: | Charadriiformes (partim) |
উপবর্গ | |
|

দাগিলেজ জৌরালির ঝাঁক
গোত্রসমূহ
- উপবর্গ Scolopaci
- গোত্র Scolopacidae: snipe, sandpipers, phalaropes, and allies
- উপবর্গ Thinocori
- গোত্র Rostratulidae: রাঙাচ্যাগা
- গোত্র Jacanidae: পিপি
- গোত্র Thinocoridae: বীজচ্যাগা
- গোত্র Pedionomidae: সমভূমির পানিকাটা
- উপবর্গ Chionidi
- গোত্র Burhinidae: মোটাহাঁটু
- গোত্র Chionididae: sheathbills
- গোত্র Pluvianellidae: Magellanic Plover
- উপবর্গ Charadrii
- গোত্র Ibidorhynchidae: কাস্তেঠুঁটি
- গোত্র Recurvirostridae: উল্টোঠুঁটি ও ঠেঙ্গি
- গোত্র Haematopodidae: ঝিনুকমার
- গোত্র Charadriidae: জিরিয়া ও টিটি
তথ্যসূত্র
- রেজা খান (২০০৮)। বাংলাদেশের পাখি। ঢাকা: বাংলা একাডেমী। পৃষ্ঠা ২৫।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.