পাঞ্চজন্য
পাঞ্চজন্য (আইএএসটি: pāñcajanya) হলো হিন্দু দেবতা বিষ্ণুর শঙ্খ। রামায়ণ অনুযায়ী, পুরুষোত্তম (বিষ্ণু) বিশ্বকর্মা দ্বারা নির্মিত চক্রবন নামক একটি পবর্তের শীর্ষে পাঞ্চজন নামক এক দানবকে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর, পাঞ্চজন যেখানে বসবাস করতেন, যেখান থেকে তিনি শঙ্খটি তার সাথে নিয়ে যান। পরবর্তীতে, শঙ্খটিকে উল্লেখিত দানবটির নামানুযায়ী নামকরণ করা হয়।

বিষ্ণুদেব উপরের বাম হাতে পাঞ্চজন্য
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.